সৌমিতৃষা নয়, এবারেও জি বাংলার মহিষাসুরমর্দিনী শুভশ্রী! বেজায় মন খারাপ ‘মিঠাই’ ভক্তদের
এবারে জি বাংলার পর্দায় দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। যদিও প্রথম দিকে শোনা যাচ্ছিল ‛মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu) এবার দুর্গা হবেন। যদিও পুরোটাই ছিল গুজব।

বাদ পড়লেন মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ফের জি বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী শুভশ্রী (Subhashree Ganguly)। আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে মানুষের নানান রকমের উত্তেজনা। আর দুর্গাপুজো মানেই টিভি চ্যানেলগুলিতে শুরু হয়ে যায় রেষারেষি। কে কত সুন্দর ও নিখুঁদ ভাবে মহিষাসুরমর্দিনীর কাহিনী উপস্থাপন করতে পারে সেটাই থাকে দেখার। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারে জি বাংলার পর্দায় দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। যদিও প্রথম দিকে শোনা যাচ্ছিল ‛মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu) এবার দুর্গা হবেন। যদিও পুরোটাই ছিল গুজব। অবশেষে জানা যায় গত বছরের মতো এবারেও দুর্গা রূপে হাজির হবেন রাজ ঘরণী। এই বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ফের একবার মহিষাসুরমর্দিনী, কেমন অনুভুতি শুভশ্রীর?
প্রশ্নের উত্তরে শুভশ্রী (Subhashree Ganguly) জানিয়েছেন যে, ‛ছোটবেলায় মহালয়া দেখে আমিও মনে মনে ভাবতাম যদি দুর্গা হতে পারতাম। মা আমার প্রার্থনা শুনেছে। আর তাই আমি এতবার দুর্গা হতে পেরেছি’। এরপরই অভিনেত্রীর দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে মা হওয়ার পর দেবী দুর্গা সাজার মধ্যে কোনো ফারাক আছে নাকি? আর তাতে শুভশ্রী জানিয়েছেন যে, মা হওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে যেটা কিনা মা দুর্গার সঙ্গে মিলে যায়।