খড়ি নয়, ‘দ্যুতি’ শ্রীমার সঙ্গে জুটি বাঁধলেন ‘ঋদ্ধিমান’ গৌরব, দেখুন ভিডিও

শোলাঙ্কি (Solanki) নয় এবার শ্রীমার (Shreema Bhattacharya) সঙ্গে জুটি বেঁধে নতুন প্রজেক্টে ঋদ্ধিমান ওরফে গৌরব (Gourab Chatterjee)! টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ‛গাঁটছড়া’। যেখানে খড়ি-ঋদ্ধির জুটি হল সুপার ডুপার হিট। তাদের দুস্টু-মিষ্টি রসায়ন দেখতে বেশ পছন্দ করেন দর্শকেরা। বর্তমানে ঋদ্ধি খড়ির (Riddhi-Khori) প্রেমে পাগল হলেও একটা সময় সে খড়ির দিদি দ্যুতির জন্য পাগল ছিল। এমনকি তাদের বিয়েও পর্যন্ত ঠিক হয়ে গেছিল।
কিন্তু সেই রাতেই দ্যুতি ঋদ্ধিকে (Dyuti-Riddhi) ছেড়ে রাহুলের (Rahul) সঙ্গে পালিয়ে যায়। আর তখন খড়িকে বিয়ে করে বাড়িতে আনে ঋদ্ধি। তবে এবার খড়ির সঙ্গে নয় দ্যুতির সঙ্গে একই প্রজেক্টে দেখা মিললো ঋদ্ধির। তাহলে কি নতুন কোনো সিরিয়ালে তারা জুটি বাঁধছেন? খুব শীঘ্রই কি তাহলে শেষ হতে চলেছে ‛গাঁটছড়া’? এসব প্রশ্নই এখন জাগছে দর্শকদের মনে। তাহলে বলে রাখি যে, এসব কিছুই না।
তারা নতুন কোনো ধারাবাহিকে নয় বরং তাদের একটি বিজ্ঞাপনে মুখ দেখাতে দেখা গিয়েছে। আসলে অ্যামাজনের প্রমোশনে তাদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে। প্রথমে শ্রীমা ও গৌরব (Shreema-Gourab) দুজনকে সালোয়ার ও টি-শার্ট-এ দেখা গেলেও পরে তাদের অ্যামাজন থেকে অর্ডার করা শাড়ি ও কুর্তায় দেখা যাচ্ছে। শ্রীমার পরণে রয়েছে হালকা গোলাপী রঙের শাড়ি ও গৌরবের পরণে রয়েছে নীল রঙের কুর্তা।
View this post on Instagram
শ্রীমা (Shreema Bhattacharjee)
নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ভিডিওটি (Video) শেয়ার করেছেন। আর ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛দুজনকে খুব ভালো লাগছে’। কেউ লিখেছেন ‛অসাধারণ’। আবার কেউ মশকরা করে লিখেছেন ‛খড়ি কিন্তু ভীষণ রাগ করবে’।