ঐশ্বর্য নয়, বলিউডের এই সুন্দরী অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন অভিষেক, বাধা হয়ে দাঁড়ায় জয়া বচ্চন

বলিউডের সবথেকে পাওয়ার কাপল হলেন অভিষেক-ঐশ্বর্য। তাদের নিয়ে সবসময় চর্চা চলে বিটাউনে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা বিয়ে করেছেন। এখন তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। যার নাম আরাধ্যা বচ্চন। তবে, জানেন কি ঐশ্বর্যর আগে অভিষেক অন্য এক বলিউড অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। আজ সেই নিয়েই আলোচনা করবো এই প্রতিবেদনে।
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন করিশ্মা কাপুর। গোবিন্দার সঙ্গে তার জুটি হিট। শোনা যায়, গোবিন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিশ্মা। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তারপরই অভিষেক ও করিশ্মার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিটাউনে। এমনকি শোনা যায়, অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে তারা নাকি এনগেজমেন্ট সেরে ফেলেন।
পরে করিশ্মাও মিডিয়ার সামনে স্বীকার করে নেন যে, অভিষেক তাকে হীরের আংটি আঙ্গুলে পরিয়ে প্রোপোজ করেছেন। তাদের সম্পর্ক বিয়ে অব্দি যাওয়ারই কথা ছিল। এতটাই গভীর ছিল তাদের প্রেম। কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণেই তাদের বিয়ে ভেঙে যায়। বলিউডে গুঞ্জন, জয়া বচ্চন নাকি চাইতেন না করিশ্মা বিয়ের পর অভিনয় করুক। এই নিয়েই দ্বন্দ্ব বাঁধে।
অন্যদিকে করিশ্মার মাও দাবি রাখেন যে, বিয়ের আগে অভিষেকের নামে কিছু সম্পত্তি লিখে দিতে হবে অমিতাভকে। যে দাবি মেনে নেননি বচ্চন পরিবার। ফলে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রেমের কুরবানি দিতে হয় অভিষেক ও করিশ্মাকে। এরপর অভিষেকের জীবনে আসেন ঐশ্বর্য রাই। তার সঙ্গেই এখন অভিষেক সুখে সংসার করছেন। আর করিশ্মা এখন সিঙ্গেল মাদার। সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের পর ছেলে ও মেয়েকে নিয়েই তার সংসার।