×
EntertainmentVideoViral Video

জঙ্গল মে মঙ্গল! হটবম্ব নোরার সাথে জঙ্গলের মধ্যে রোমান্টিক মুডে অক্ষয় কুমার, তুমুল ভাইরাল ভিডিও

আগামী ২৪সে ফেব্রুয়ারী ‘সেলফি’ সিনেমার মধ্যে দিয়ে আবারো বড়ো পর্দায় ফিরছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। রিলিজের আগে জমিয়ে প্রমোশন করছেন। ‘ম্যায় খিলাড়ি’ গানটি এই সিনেমায় নতুন ভাবে রিমেক করা হয়েছে যা ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। সেই গানের মাধ্যমে অক্ষয় কুমার বিভিন্ন সোশ্যাল মাধ্যমে রিল ভিডিও তৈরীর মাধ্যমে নাচতেও দেখা গেছে। দ্বিতীয় গান ‘কুড়িয়েনি তেরি ভাইব হ্যায়’ সামনে আসতেই শ্রোতাদের মন কেড়ে নিয়েছে।

এবার অক্ষয় কুমার সেই গানেই জঙ্গলের মধ্যে রোমান্টিক নাচে মত্ত হলেন ‘বলি কুইন’ নোরা ফাতেহীর (Nora Fatehi) সাথে। নিয়ন রঙের স্লীভলেস লং পোশাকে দেখা যাচ্ছে নোরাকে। অন্যদিকে অক্ষয় সেজেছিলেন পুরোপুরি কালো পোশাকে। ভিডিওর শুরুতেই পিছন থেকে এক লাফ দিয়ে নোরার পাশে হাজির হলেন। অন্যদিকে যে কোনো গানে নোরা ফাতেহী থাকলে তা অন্য লেভেলে নিয়ে চলে যায় সেটা এই ভিডিও দেখেই স্পষ্ট।

জঙ্গল মে মঙ্গল! হটবম্ব নোরার সাথে জঙ্গলের মধ্যে রোমান্টিক মুডে অক্ষয় কুমার, তুমুল ভাইরাল ভিডিও -

অক্ষয় ও নোরার এই জুটিকে মানুষের দারুণ পছন্দ হয়েছে। ১৫ মিলিয়নের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। তাঁদের দুজনের রোমান্স দেখে ‘জঙ্গল মে মঙ্গল’ বলেও আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। এর আগে সলমান খান, টাইগার শ্রফ এমনকি অক্ষয়ের কো-স্টার ইমরান হাসমির সাথেও নাচ করেছেন তিনি। কিন্তু নোরার সাথে এই নাচ যেন অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা।

‘সেলফি’ সিনেমায় অক্ষয় ও ইমরান ছাড়াও অভিনেত্রী মৃণাল ঠাকুর, নুসরত ভরুচা, ডায়না পেন্টি, আধ শর্মা প্রমুখ অভিনয় করবেন। সিনেমার গল্পে সুপারস্টার বিজয় কুমার যিনি দেশের সবথেকে বড়ো অভিনেতা। আরটিও (RTO) অফিসার ওম, বিজয়ের ফ্যান হলেও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তাঁর উপরে আইনি মামলা করার দিকে এগোয়। কি হবে একজন ইন্সপেক্টর যখন এতবড়ো সুপারস্টারের সাথে টক্কর নেবেন? ২৪সে ফেব্রুয়ারী সিনেমা হলে গেলেই সেই উত্তর পেয়ে যাবেন।