×
Entertainment

Nora Fatehi: বিয়ের আগেই ‘গর্ভবতী’ হয়ে পড়েছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি!

বিয়ের আগেই প্রেগনেন্ট নোরা! গুঞ্জন নেটপাড়ায়। মডেল তথা অভিনেত্রী হিসেবে নোরা ফাতেহিকে (Nora Fatehi) এখন সকলেই চেনেন। তাঁর হট লুকে রীতিমতো ঘুম কাড়ে ৮-৮০ র সকল পুরুষদের। মাঝে মধ্যেই নতুন নতুন ভিডিও (Video) দিয়ে সকলের নজর কাড়েন নোরা। বলিউড (Bollywood) চলচ্চিত্র ‛রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস’ -এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাঁর সৌন্দর্য্যে রীতিমতো ঘায়েল ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

তার ফিগার থেকে পোশাক সব নিয়েই উঠে আসেন সংবাদের শিরোনামে। আইটেম নাম্বারে নোরার হট মুভস রীতিমতো ধুকপুকানি বাড়াবে আপনার হৃদয়েরও। তবে, গত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে নোরার নাচ দেখেছে গোটা বিশ্ব। আর সেই থেকে তিনি যেন আলাদা করেই সেনসেশন হয়ে উঠেছেন। তবে, বিতর্ক একেবারেই যেন পিছু ছাড়েনা নোরার। তেমনই একবার বড়সর বিতর্কে জড়িয়েছিল নোরার নাম।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

আর সেটা হল অভিনেত্রীর প্রেগনেন্সির খবর। অবিবাহিত অবস্থায় নোরার এই প্রেগনেন্সি কেউই ভালো চোখে দেখেননি। যদিও বিষয়টি বি-টাউনে নতুন নয়। কিন্তু বিষয়টি কতটা সত্যি বা মিথ্যে তা জানার আগেই গোটা ইন্ডাস্ট্রি বিষয়টি নিয়ে একেবারে মাতামাতি শুরু করে দিয়েছিল। তবে, বিষয়টি যে একেবারে ভুল তা নোরা একটি ভিডিওর মাধ্যমে নিজেই স্পষ্ট করে দেন। ভিডিওটি হল একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে সেলফি ক্যামেরা থেকে রেকর্ড করা।

ওই ভিডিওতে নীতু কাপুর ও টেরেন্স লুইসকে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতেই তারা বলেন যে, ‛আমরা প্রেগন্যান্সি সংক্রান্ত জিনিসপত্র আলোচনা করছিলাম। এই সময়টা কাজে লাগিয়ে টরেন্স বলেন নোরা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত’। তার উত্তরে নোরা বলেন যে, ‛আমি প্রেগন্যান্ট নই’। এই উত্তর শুনে সকলেই হো হো করে হেসে ওঠে। এরপর টরেন্সকে বলতে শোনা যায় যে, ‛গোটা দুনিয়াকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই মেয়েটা পুরো পাগল’।