নাচ ছেড়ে নতুন পেশায় নোরা! শাড়ি পরে মিতালি রাজের থেকে নিলেন ক্রিকেটের প্রশিক্ষণ, দেখুন ভিডিও

Nora Fatehi Playing Cricket নাচ, অভিনয়, ফ্যাশন এসবের মধ্যে দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন নোরা ফাতেহি। তবে এবার নোরা ব্যাট হাতে ছক্কা হাঁকালেন। আর এই বিশেষ মুহুর্তের সাক্ষী থাকলো সম্পূর্ণ দেশবাসি। তবে নিশ্চয়ই ভাবছেন নাচ বা অভিনয় ছেড়ে নোরা আবার কবে ক্রিকেটার হলো!
View this post on Instagram
আসলে এমন কিছু নয়। বর্তমানে নোরা ‘Dance Deewane Junior’-র বিচারকের ভূমিকায় আছেন। সেখানেই সম্প্রতি একটি স্পেশাল এপিসোডে এসেছিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। হলুদ রঙের প্যান্ট ও ব্লেজার পরেছিলেন তিনি। আর এমন একজন এসেছে মানে ক্রিকেট তো হবেই। তবে মিতালিকে কিন্তু দেখা গেছে এবার কোচের ভূমিকায়।
View this post on Instagram
অপরদিকে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন নোরা ফাতেহি। পরনে তার গোলাপি রঙের শাড়ি। মিতালি তাকে ব্যাট ধরার বিভিন্ন কৌশল শিখিয়ে দিলেন। এবার বল করার সাথে সাথেই নোরা একটা বিরাট ছক্কা হাঁকালেন। আর এই ভিডিওই কার্যত হয়ে উঠেছে নোরা ফাতেহির ফ্যানদের কাছে বিস্ময়কর। ৪.৬ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে ভিডিওতে।
View this post on Instagram
নোরা তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই এই ভিডিওটি আপলোড করেছিলেন। সবাই তাকে মজার ছলে এই নতুন ক্যারিয়ার শুরু করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নোরা ফাতেহি পরবর্তীতে তামিল ‘Hari Hara Veera Mallu’ সিনেমায় অভিনয় করবেন। তার বিপরীতে থাকবেন তামিল সুপারস্টার Pawan Kalyan।