খোলা মঞ্চে হট ডান্সে দর্শকদের মাতিয়ে দিলেন নোরা ফাতেহি, তুমুল ভাইরাল ভিডিও
বিগত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন নোরা ফাতেহি। একের পর এক ভাইরাল হওয়া ভিডিও র মুখ এখন এই বলিকন্যা। নাচের জগতে এখন তার বেশ জনপ্রিয়তা। হটস্টারের নাচের স্টেপ মন কেড়েছে ৮ থেকে ৮০ সকলের।
বলিউড চলচ্চিত্র রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। মাঝে মধ্যেই নানান ভিডিও পোস্ট করে সকলকে মাত দেন তিনি। তাঁর লুক এবং মুভে যে প্রথম থেকেই পাগল ভক্তরা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
মাঝে মধ্যেই মুক্তি পাওয়া নোরার বিভিন্ন ছবির গান এখন রীতিমতো হটলিস্টে। সম্প্রতি বছর খানেক আগে নোরার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে লোকের সমুখে স্টেজের উপর কোমর দোলাচ্ছে নোরা।
এছাড়া অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুহাতে আগুনের শিখা নিয়ে নাচে মগ্ন নোরা। এমনকি একটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরকে নাচের স্টেপ শেখাচ্ছে নোরা। এমনকি বরুণ ধাওয়ানের সঙ্গেও নাচের স্টেপ মেলাতে দেখা গেছে নোরাকে। এমনকি মাঝে মধ্যেই হট ড্রেসে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে নোরাকে।
আপাতত নোরার ডান্স সকলের কাছে বেশ জনপ্রিয়। তার ঠুমকাতে মত হয়েছে সকল পুরুষ।