×
EntertainmentVideoViral Video

দুবাইয়ে মাঝ সমুদ্রে ইয়টের উপর বান্ধবীদের সাথে উদ্দাম নাচ নোরা ফতেহির, ভাইরাল ভিডিও

গতকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ৩১ বছরে পা দিলেন জনপ্রিয় নৃত্য শিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি (Nora Fatehi)। ভারতে নয় বরং নিজের জন্মদিন দুবাইয়ের ইয়টে বন্ধুদের সঙ্গে পার্টি করে কাটিয়েছেন তিনি। সেই চিত্রই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। কানাডিয়ান মডেল ও অভিনেত্রী ভারতে নিজের কাজের জন্য ব্যাপক প্রভাব বিস্তার করেছেন।

জন্মদিনের দিন পার্টিতে ফ্লোরাল প্রিন্ট টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছিলেন নোরা। কোমর দুলিয়ে দুলিয়ে বেলি ড্যান্সে মত্ত হতে দেখা গেছে তাকে। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এই বিশেষ উদযাপনের ভিডিয়ো শেয়ার করে নোরা লেখেন “আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু মনোযোগ আমাকেই দিয়েছে”। জন্মদিনের বিশেষ কেক কাটতেও দেখা গেছে নোরাকে।

ইয়টের উপরে দাঁড়িয়েই দুর্দান্ত বেলি ডান্স করেছেন নোরা আর আশেপাশে যারা ছিলেন হাত তালি ও চিৎকার করে উচ্চশিত করেছেন তাকে। এই ভিডিও এখনও পর্যন্ত ৯.৩ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই কার্যত জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এর সাথেই দুবাইয়ের সমুদ্রের বিচের মধ্যে সুন্দর সবুজ পোশাকের ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়ে উঠেছে।

২০২২ সালের ‘ফিফা ফুটবল বিশ্বকাপ’ -এর থিম সং ‘লাইট ইন দা স্কাই’ গানটি গেয়েছিলেন নোরা ফাতেহী। বিশ্ব দরবারে যা ব্যাপক সাড়া ফেলেছিলো। নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী ও তার পরে গায়িকা হিসাবে আত্মপ্রকাশ নোরা ফাতেহীর ট্যালেন্ট যেন পেঁয়াজের খোসার মতো। সম্প্রতি আন্তর্জাতিক র‌্যাপার নিকি মিনাজের সঙ্গে কোলাবোরেশন করবেন। জ্যাক নাইটের সঙ্গে ‘ডার্টি লিটল সিক্রেট’ গানের জন্যও শিরোনামে রয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে নোরা ফাতেহীর ক্যারিয়ার যে এখন আকাশ ছুঁচ্ছে তা বলাই বাহুল্য।