EntertainmentVideoViral Video

Ek Toh Kam Zindagani: তীব্র শরীরী মোচড়ে দুর্ধর্ষ নাচ হটেস্ট নোরা ফাতেহির, ব্যাপক ভাইরাল ভিডিও

Ek Toh Kam Zindagani‘ গানে নোরার অসাধারণ নাচের স্টেপে মুগ্ধ সাইবারবাসী। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। ড্যান্সিং ডিভা নোরা ফাতেহির(Nora Fatehi)নাচ নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তার নাচের প্রেমে পাগল প্রতিটি মানুষ। প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার (Social Media) আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সম্প্রতি ফের নোরার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর যা দেখে রীতিমতো ঘাম ছুটেছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

বলতে গেলে বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী হিসেবে নোরা ফাতেহিকে (Nora Fatehi) এখন সকলেই চেনেন। নাচের পাশাপাশি তাঁর হট লুক রীতিমতো ঘুম কাড়ে ৮-৮০-এর সকল পুরুষদের। মাঝে মধ্যেই নতুন নতুন ভিডিও (Video) দিয়ে সকলের নজর কাড়েন নোরা। বলিউড চলচ্চিত্র ‛রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস’ -এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। বর্তমানে তাঁর সৌন্দর্য্যে রীতিমতো ঘায়েল ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

সম্প্রতি নোরার ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে (Video) তাকে ‛Ek Toh Kam Zindagani’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন দুজন ব্যাকআপ ড্যান্সার। তার পরণে রয়েছে সাদা রঙের ক্রপ টপ ও নীল রঙের জিন্সের প্যান্ট। কোমরে বাধা জ্যাকেট। খোলা চুলে একদম সাদামাটা লুকেই ধরা দিয়েছেন নায়িকা। অসাধারণ বডি ফ্ল্যান্ট-এর সঙ্গে নোরার নাচের ঠুমকায় কুপোকাত হয়েছেন তার ভক্তরা। এত সুন্দর ক্লিয়ার নাচের স্টেপ নোরার (Nora Fatehi) পক্ষেই সম্ভব।

‛Dancefit Live’ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওটি ৩ বছর আগের পুরোনো হলেও নতুন করে ভাইরাল হয়েছে। আর তারই মধ্যে ৭৯ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৮ লাখেরও বেশি মানুষ। অনেকে আবার কমেন্ট করে নোরার নাচের প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল নোরার (Nora Fatehi) নাচের ভিডিও (Video)।