EntertainmentVideoViral Video

Kusu Kusu: তীব্র শরীরী মোচড়ে দুর্দান্ত নাচ ‘হট বম্ব’ নোরা ফাতেহির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বছর খানেকের বেশি হতে চললো ‛Kusu Kusu‘ গানটি বেশ ট্রেন্ডিংয়ে চলছে। আর এবার সেই গানেই নেচে তাক লাগালেন নোরা ফাতেহি (Nora Fatehi)। মুহূর্তে ভাইরাল ভিডিও। ড্যান্সিং ডিভা নোরা ফাতেহির নাচ নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তার নাচের প্রেমে পাগল প্রতিটি মানুষ। প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার (Social Media) আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সম্প্রতি ফের নোরার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর যা দেখে রীতিমতো ঘাম ছুটেছে নেটিজেনদের।

বলতে গেলে বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী হিসেবে নোরা ফাতেহিকে (Nora Fatehi) এখন সকলেই চেনেন। নাচের পাশাপাশি তাঁর হট লুক রীতিমতো ঘুম কাড়ে ৮-৮০-এর সকল পুরুষদের। মাঝে মধ্যেই নতুন নতুন ভিডিও (Video) দিয়ে সকলের নজর কাড়েন নোরা। বলিউড চলচ্চিত্র ‛রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস’ -এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। বর্তমানে তাঁর সৌন্দর্য্যে রীতিমতো ঘায়েল ভক্তরা।

সম্প্রতি নোরার ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে (Video) তাকে ‛Kusu Kusu‘ গানে নাচতে দেখা যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন একজন ড্যান্সার। যদিও ভিডিওতে তার মুখ স্পষ্ট নয়। নোরার পরণে রয়েছে ঘিয়ে রঙের নেটের ব্লাউজ ও শাড়ি। খোলা চুলে একদম হালকা মেকআপে ধরা দিয়েছেন নায়িকা। অসাধারণ বডি ফ্ল্যান্ট-এর পাশাপাশি বেলিডান্স সহ নোরার নাচের ঠুমকায় কুপোকাত হয়েছেন তার ভক্তরা। এত সুন্দর ক্লিয়ার নাচের স্টেপ নোরার (Nora Fatehi) পক্ষেই সম্ভব।

‛PikachuNora 1M’ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওটি ১ বছর আগের পুরোনো হলেও নতুন করে ভাইরাল হয়েছে। আর তারই মধ্যে ১০ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৩ লাখেরও বেশি মানুষ। অনেকে আবার কমেন্ট করে নোরার (Nora Fatehi) নাচের প্রশংসা করেছেন।

কেউ লিখেছেন ‛তুমি সবসময় পারফেক্ট নোরা’। আবার কেউ লিখেছেন ‛বিশ্বের মধ্যে নোরা সবচেয়ে সুন্দর মেয়ে’। আবার কেউ লিখেছেন ‛তুমিই শ্রেষ্ঠ ড্যান্সার’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল নোরার (Nora Fatehi) নাচের ভিডিও (Video)।