নেই অন্তর্বাস, উন্মুক্ত বক্ষবিভাজিকা, নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করছেন কঙ্গনা রানাওয়াত

তিনি সাহসী, তিনি স্পষ্ট বক্তা ও তিনি জবরদস্ত অভিনেত্রী। কথা হচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) -কে নিয়ে। Manikarnika তারপরে Thalaivi দুটি সিনেমাতেই তাকে সম্পূর্ণ আলাদা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এবার আবার সে এক নতুন অবতারে দর্শকদের চমকে দিতে হাজির হয়েছেন। পরিচালক Razneesh Ghai -এর সিনেমা ‘Dhaakad’।
সম্প্রতি সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবের মাধ্যমে। তার আগে কঙ্গনা নিজের ইন্সটাতে কয়েকটি সুন্দর ফটো আপলোড করেন। পরনে তার কালো ও রুপোলি রঙের স্লীভলেস ডিপ নেক ওয়ান পিস ড্রেস। তার সাথেই নাম মাত্র মেকআপ, বাঁধা চুল লাস্যময়ী পোজে ধরা নিলেন নায়িকা। সব থেকে উল্লেখযোগ্য প্রতিটি ফোটোতেই বক্ষবিভাজিকা সু-স্পষ্ট তার। যা সব থেকে বেশি নজর কেড়েছে নেটিজেনদের। লক্ষ লক্ষ মানুষ ভালোবেসে ফেলেছে তার এই ছবি। হট ও সেক্সি কমেন্টও এসেছে নেটিজেনদের তরফ থেকে।
সিনেমায় তাকে ‘এজেন্ট অগ্নি’ র চরিত্রে দেখা যাবে। যে কোনোদিন মারতে ও মরতে ভয় পায় না। হৃদয় হীন অগ্নি লড়াই করতে করতেই গিয়ে দাঁড়াবে সিনেমার ভিলেনের সামনে। তারপরেই গল্প নেবে নতুন মোড়। যে চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal) কে। সিনেমায় বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee) দেখা যাবে অভিনয় করতে।