নিজের শখের কাজ করানোর জন্য বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনেছেন নীতা আম্বানি, দাম শুনলে মাথা ঘুরে যাবে

এযেন ঠিক ‘রোবট’ (Robot) সিনেমার নকল। যেভাবে রজনীকান্ত (Rajnikant) নিজের বিজ্ঞান ব্যবহার করে তৈরী করেছিল তার সাধের রোবট ‘চিট্টি’ -কে। তবে আগের কথা বাদ দিলে এবার বাস্তব জীবনেই আম্বানি পত্নী তা করে দেখিয়েছেন যা এক কথায় অবিশ্বাস্য বলা যায়। তিনি নিজের জন্য এবার তেমনই একটি রোবট নিয়ে এসেছেন। যার সাথে নীতা আম্বানির ফটো ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে নেটমাধ্যম জুড়ে।
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তার পত্নী নীতা আম্বানি (Nita Ambani) কার্যত মুকেশ আম্বানির থেকেও বেশি চর্চায় থাকেন। আইপিএল হোক কিংবা ফুটবল সব খেলাতেই নিজের টিমের সাহায্যে উপস্থিত থাকেন তিনি। আবার বিলাসবহুল জীবনযাপন থেকে বিশ্বের সব থেকে দামি পোশাক সব কিছুই আছে তার কাছে। আর এবার আবারো যুক্ত এই নতুন রোবট।
তার কথা মতো সব কাজকর্ম করে নাকি সেই রোবট। শোনা যায়, এই রোবটকে যখন যা নির্দেশ দেওয়া হয় মুহূর্তের মধ্যে তা হয়ে যায়। পরিচালক হিসাবে নয় বরং নীতা আম্বানি নাকি অন্য কাজেও ব্যবহার করে এই রোবটকে। আসলে নেটিজেনদের একাংশ এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়াতে নানা কথা বলছেন। নীতা আম্বানি রোবটটিকে ‘সেক্স টয়’ হিসাবেও নাকি ব্যবহার করেন এমন কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যদিও এই বিষয়ে সঠিক কোনো তথ্য নেই।
এই রোবটের দাম কত জানেন? নীতা আম্বানির কেনা রোবটের দাম ৩ বিলিয়নের বেশি অর্থাৎ ৩৬৯৭৬৬৪৬০০ থেকে ৯৪১২৪৩৬৬০০ টাকার মধ্যে। ঠিকই কোনো গল্প কথা নয় বরং সত্যি এই দামেই সে তার শখ পূরণের জন্য কিনেছেন এই রোবট। সাধারণ মানুষ কার্যত এসব ভাবতে না পারলেও ভারতের সবথেকে ধনী ব্যক্তির স্ত্রী এত কোটি টাকা খরচ করে রোবট কিনেছেন নিশ্চয়ই বিশেষ কোনো কাজের অধিকারী সেই বিজ্ঞান মানব।