×
EntertainmentVideoViral Video

সেক্সিয়েস্ট আম্রপালির হট মুভে নিজেকে আটকাতে পারলেন না নিরাহুয়া, তুমুল ভাইরাল হল ভোজপুরি গানের ভিডিও

Bhojpuri Romance Video: আবারও একটি নতুন রোমান্স-এর রসে ভরপুর নিরাহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবের (Amrapali Dubey) গানের ভিডিও ভাইরাল হয়েছে। গানটির নাম ‘কুকার”। কাশী অমরনাথ’ সিনেমার এই গানটি গেয়েছেন মধুকর আনন্দ ও গায়িকা ইন্দু সোনালি। তবে অনস্ক্রিন জুটি নিরাহুয়া-আম্রপালি তাদের রোমান্স দিয়ে কার্যত সব লাইমলাইট কেড়ে নিয়েছেন।

গানের শুরুতেই রং-বেরঙের আলোর মধ্যে নাচ শুরু করলেন দুজন। আম্রপালির পরনে নীল রঙের লেহেঙ্গা চোলি। দুর্দান্ত মেকআপ ও লাস্যময়ী নাচে আম্রপালি মন মাতিয়ে তুলেছে নেটিজেনদের। সাথেই আম্রপালির পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত। যা আরও কয়েকগুন উষ্ণতা বাড়িয়েছে গানের। নিরাহুয়াকে বেশ কয়েকবার গানের মধ্যে আম্রপালিকে চুমু দিতেও দেখা গেছে।

৪ বছর আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল ‘Zee Music Bhojpuri’ চ্যানেল থেকে। এখনও পর্যন্ত ১৪ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে। স্বভাবতই সবাই প্রশংসায় মেতেছেন এই জুটির। যে কারনেই আম্রপালির ফিগার ও লাস্যময়ী যে এক্সপ্রেশন দিয়েছে তার তারিফ করেছেন হাজার হাজার মানুষ।