×
EntertainmentVideoViral Video

ফুল দিয়ে সাজানো খাটের ওপর ভরপুর রোমান্স নিরাহুয়া ও কাজল রাঘভানির, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

বলিউডে যদি থাকেন শাহরুখ খান (Shahrukh Khan) তবে ভোজপুরি সিনেমায় আছেন নিরহুয়া। হ্যাঁ ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া। হামেশাই তার সিনেমার গান কিংবা রোমান্টিক দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। তার সিনেমার সাথেই হট ও রোমান্টিক দৃশ্য গুলি দর্শকদের সবথেকে বেশি মনে ধরে। যেমন সম্প্রতি ভোজপুরি ‘আশিক আওয়ারা’ (Aashik Awara) সিনেমার গান ভাইরাল (Viral) হয়ে উঠেছে। এই সিনেমায় খেসারির সাথে জুটি বেঁধে ছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani)।

দুর্দান্ত রোমান্টিক এই গানে তাদের রোমান্স মাতিয়ে তুলেছেন দর্শক মন। গানের নাম ‘নাথুনিয়া তার লেভে দে’। ভিডিওর শুরুতেই দেখা গেল নিরহুয়াকে অন্য মেয়ের সাথে দেখে বেজায় রেগে গেছেন কাজল। তাকে মানানোর জন্য চলতে থাকে বিভিন্ন চেষ্টা। সুন্দর রোমান্টিক গান ও দেখা গেল। এক খাটের মধ্যে শুরু হল নিরহুয়া ও কাজলের রাসলীলা।

ফুল দিয়ে সাজানো খাটের ওপর ভরপুর রোমান্স নিরাহুয়া ও কাজল রাঘভানির, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা -

নিরহুয়া হট কাজলকে দেখে কার্যত বেহুঁশ হয়ে যাওয়ার সামিল হলেন। একই খাটের মধ্যে নিরহুয়া কাজলকে পাশে শুইয়ে দিলেন। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন নিরাহুয়াকে। কাজলের পরনে লেহেঙ্গা ও চোলি। পুরো ভিডিওতে পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত যা অতিরিক্ত উষ্ণতা বাড়িয়েছে এই ভিডিওর। একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দেখতে সুন্দর লেগেছে। ‘Worldwide Records Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও।

এখনো পর্যন্ত ১.৮ কোটি মানুষ দেখে নিয়েছেন তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই ২৩ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন আলোক ও গায়িকা কল্পনা। তাই সময় নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি দেখে উপভোগ করুন।