EntertainmentVideoViral Video
Nirahua-Amrapali Romance : ফুলসজ্জার রাতে বন্ধ ঘরে আম্রপালির সাথে চরম ঘনিষ্ট নিরাহুয়া, দেখে ঘুম উড়েছে ভক্তদের

ভোজপুরী ইন্ডাস্ট্রির রাজা ও রানী হল দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি। ফের একবার তাদের কেমিস্ট্রিতে মনজুড়ালো ভক্তদের। আম্রপালি ও ‛নিরহুয়া’ কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে দর্শকদের। এমনকি তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় হলেন তারা দুজনে। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।
তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই যেন আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি আম্রপালি (Amrapali Dubey) ও নিরাহুয়ার একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। এই গানটিতেও প্রতিবারের মতো এবারেও তাদের কেমিস্ট্রি মনে ধরেছে নেটিজেনদের।
- Movie : Ram Lakhan
- Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)
- Story : ভিডিওতে নিরাহুয়া ও আম্রপালিকে বাসর ঘরে দেখা গিয়েছে। একেবারে নতুন কনের বেশে ধরা দিয়েছে আম্রপালি। তার পরণে রয়েছে লাল রঙের শাড়ি, গা-ভর্তি গয়না। আর নিরাহুয়া পরণে রয়েছে লাল রঙের পোশাক। ঘরের মধ্যেই তাদেরকে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। আম্রপালির কোমরের কার্ভসে ও বুকের খাঁজে পাগল হয়েছেন ভক্তরা। এই ভিডিওর মধ্যে পুরোপুরি ভাবে উঠে এসেছে বাসর রাতে এক বর-বউয়ের অন্তরঙ্গ মুহূর্ত।
- Youtube Channel : BIPL নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
- Views : ২ বছর আগের পুরোনো এই ভিডিও ২.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ।
সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি (Amrapali Dube)।