EntertainmentVideoViral Video

ঘরের ভিতর হটেস্ট আম্রপালির সাথে রোমান্টিক মুডে নিরাহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

Bhojpuri Song Viral: কোনো রিক্সাওয়ালার সাথে মেয়ে প্রেম করছে শুনলেই কেলেঙ্কারি কান্ড। তার উপরে পাড়ার লোক তো আছেই। মা – বাবা কার্যত সম্পূর্ণ শক্তি খরচ করে সেই প্রেম আটকাবে। তবে সেই রিক্সাচালক যদি হয় নিরাহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব তাহলে হয়তো অটোকানো কোনোভাবেই সম্ভব না। কিভাবছেন নিরাহুয়া আবার কোথ থেকে আসলো? সোশ্যাল মিডিয়ার যুগে যে কখন কি ঘটে যায় বলা যায় না। তাই তো আজ আবারো নিরাহুয়ার প্রেম হোয়ে উঠেছে ব্যাপক ভাইরাল।

ঘরের ভিতর হটেস্ট আম্রপালির সাথে রোমান্টিক মুডে নিরাহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

সিনেমার নাম ‘নিরাহুয়া রিক্সাওয়ালা ২‘। যেমন নাম তার তেমন কাজ। বড়োলোক বাড়ির সুন্দরী মেয়ে আম্রপালি দুবে (Amrapali Dubey)। তাঁকে যদিও পটিয়ে নিয়েছে নিরাহুয়া। তবে তার পরিবার যেভাবেই হোক এই সম্পর্ক শেষ করবেই। তাই তো লুকিয়ে লুকিয়ে একঘরে কার্যত রোমান্স মত্ত হয়েছেন এই জুটি। আম্রপালি শরীরকে যেভাবে ভোগ করতে চেয়েছে নিরাহুয়া (Dinesh Lal Yadav) তা দেখলে আপনি গরম হতে বাধ্য।

ঘরের ভিতর হটেস্ট আম্রপালির সাথে রোমান্টিক মুডে নিরাহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

প্রথমেই নায়িকার আঙুলে একটি আংটি পড়াতে চাইলেন নিরাহুয়া। তবে কিছুতেই তা ঢুকলো না। অগত্যা নাচ গানেই মত্ত হলেন তারা। তবে বাড়ির লোক সেই গান শুনে কার্যত চমকে গেছে তবে আলাদা করতে পারেনি তাদের। কল্পনা ও রঞ্জিশ মিশ্রা র গাওয়া ‘মুহে পে আটক যাতা‘ গানে নাচ করেছেন দুজনে। আম্রপালির পরনে ছিল দুর্দান্ত একটি সালোয়ার কামিজ।

৭ বছর আগের এই ভিডিও বর্তমানে ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। ‘নিরাহুয়া মিউজিক ওয়ার্ল্ড’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি সামনে এসেছিলো যা ৪.৮ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে। তাদের প্রেম ও খুঁনসুটি দেখে সবাই খুব প্রশংসা করেছেন। এখনও পর্যন্ত নায়িকার ফিগারের প্রশংসা করেছেন বহু মানুষ।