বন্ধ ঘরে আম্রপালিকে কাছে টেনে ঘনিষ্ঠ রোমান্স নিরাহুয়ার, ভিডিও দেখে উত্তেজিত পুরুষ ভক্তরা

‛Mokama 0 Km’ সিনেমার ‛Khole Di Kevadiya Bhail Bhor’ গানে ফের একবার রোম্যান্সে মাতলেন দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবে। ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) এবং দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে ‛নিরাহুয়া’-এর কেমিস্ট্রি বরাবরই নজর কেড়ে এসেছে দর্শকদের। আর এবারেও তার অন্যথা হয়নি। বলতে গেলে তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই।
তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় তারা। আম্রপালি ও দীনেশ লাল যাদবের (Dinesh Lal Yadav) ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। না বললেই নয় যে তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি তাদের একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। এই গানটিতেও প্রতিবারের মতো এবারেও তাদের রসায়ন মনে ধরেছে নেটিজেনদের।
যেখানে তাদেরকে ‛Mokama 0 Km’ সিনেমার ‛Khole Di Kevadiya Bhail Bhor’ গানে ঘরের মধ্যেই চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। আম্রপালির পরণে রয়েছে নীল রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ। ওদিকে দীনেশের (Dinesh Lal Yadav) পরণে রয়েছে নীল রঙে স্যান্ড গেঞ্জি। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, নতুন বউকে তার বর কিছুতেই কাছ ছাড়া করতে চাইছে না। যতবারই সে বাইরে যেতে চাইছে তাকে আটকে দিচ্ছে। কোনোভাবেই তাকে কাছছাড়া করছে না।
আর ওদিকে নতুন বউ তো গানে গানে বরকে বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। আর পুরোটাই ফুটে উঠেছে গানের মধ্যে। কল্পনা ও রাজনীশের গাওয়া এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ৫ বছর আগের শেয়ার করা এই ভিডিওটি (Video) ইতিমধ্যেই ১৮ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও।