×
Entertainment

নয়া টুইস্ট ‘গুড্ডি’ ধারাবাহিকে! অনুজের সন্তানের মা হতে চলেছেন শিরিন, তবে কি নতুন মোড় নেবে তাদের সম্পর্ক?

অনুজের সন্তানের মা হতে চলেছে শিরিন। টানটান পর্ব ‛গুড্ডি’-তে। গত বছরের প্রথম দিকে স্টার জলসার পর্দায় এসেছিল ‛গুড্ডি’ (Guddi) ধারাবাহিক। একটি অনুপ্রেরণা মূলক গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। আর তা হল গুড্ডির পুলিশ হতে চাওয়া। দিদির হবু বর অনুজকে দেখেই সেই ইচ্ছে জেগেছিল তার মনে। কিন্তু ভাগ্যচক্রে শিরিন নয় গুড্ডির সঙ্গেই বিয়ে হয়ে যায় অনুজের।

নয়া টুইস্ট 'গুড্ডি' ধারাবাহিকে! অনুজের সন্তানের মা হতে চলেছেন শিরিন, তবে কি নতুন মোড় নেবে তাদের সম্পর্ক? -

কিন্তু এই বিয়ে কোনোদিনই মেনে নেয় না অনুজ। কেননা সে শিরিনকে ভালোবাসে। বরং নানান রকম ভাবে গুড্ডিকে অপমান করতে থাকে। শিরিনকে পাওয়ার জন্য একপ্রকার উতোলা হয়ে ওঠে অনুজ। যথারীতি তাই গুড্ডির সঙ্গে তার ডিভোর্স হয়। এরপর শিরিনের সঙ্গে বিয়ে হয় অনুজের। কিন্তু এই বিয়ে হওয়ার পরই মত বদলায় অনুজের।

নয়া টুইস্ট 'গুড্ডি' ধারাবাহিকে! অনুজের সন্তানের মা হতে চলেছেন শিরিন, তবে কি নতুন মোড় নেবে তাদের সম্পর্ক? -

সে আবার গুড্ডিকেই ফিরে পেতে চায়। আর বারে বারে এসব মত বদলানো দেখে স্বভাবতই অনুজের চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এমনকি এসব পরকীয়া দেখে রীতিমতো বিরক্ত হতে শুরু করেন মানুষজন। কটাক্ষের মুখে পরে এই ধারাবাহিক। এমনকি বারংবার ধারাবাহিকের নানান পর্ব নিয়ে হয়েছে ট্রোলিংও। তারপরেও কিন্তু এই ধারাবাহিকের পর্ব নিয়ে মানুষের উত্তেজনা কমেনি।

নয়া টুইস্ট 'গুড্ডি' ধারাবাহিকে! অনুজের সন্তানের মা হতে চলেছেন শিরিন, তবে কি নতুন মোড় নেবে তাদের সম্পর্ক? -

বর্তমানে অনুজ পুরোপুরিভাবে গুড্ডিকেই ভালোবসে। কিন্তু তার স্ত্রী হয়ে এখন আছে শিরিন। কিন্তু যুধাজিৎ-গুড্ডির বিয়ের দিন ই নিজেকে শেষ করবে বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অনুজ। এরপর খুব জোরে গাড়ি চালানোর ফলে অনুজের গাড়ির এক্সিডেন্ট হয়। সিঁদুর দানের ঠিক আগের মুহূর্তেই সেই খবর গিয়ে পৌঁছায় গুড্ডির কাছে। আর এই খবর শুনে গুড্ডি পাগলের মতো মণ্ডপ ছেড়ে বেরিয়ে যায়।

নয়া টুইস্ট 'গুড্ডি' ধারাবাহিকে! অনুজের সন্তানের মা হতে চলেছেন শিরিন, তবে কি নতুন মোড় নেবে তাদের সম্পর্ক? -

এরপর আর যুধাজিতের সঙ্গে বিয়ে হয়না গুড্ডির। বর্তমানে দেখা যাচ্ছে যে, খানিকটা সুস্থ হয়ে উঠেছে অনুজ। সিরিজের মা-বাবা চাইছে তাদের মেয়েকে নিয়ে আবারও পাহাড়ে চলে যেতে। কিন্তু শিরিনের কথা তার উপায় নেই যাওয়ার। কেননা সে অনুজের সন্তানের মা হতে চলেছে। তাহলে এবার দেখার পালা এরপর গল্প কোনদিকে মোড় নেয়।