×
Entertainment

টানটান উত্তেজনা গাঁটছড়া ধারাবাহিকে, ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে গুলি খেলো ঈশা! তবে কি ফিরতে চলেছে খড়ির স্মৃতি?

ঋদ্ধিকে বাঁচিয়ে গুণ্ডাদের গুলিতে আহত হল ঈশা! তাহলে কি স্মৃতি ফিরে এলো খড়ির? প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। দীর্ঘদিন ধরে চলা স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛গাঁটছড়া’ (Gantchhora)। একটাসময় বেঙ্গল টপারও হয়েছিল এই ধারাবাহিক। বর্তমানে প্রথমস্থানে না থাকলেও সেরা দশের তালিকায় রয়েছে এই সিরিয়াল। তবে, আবারও প্রথম স্থান ফিরে পেতে মরিয়া নির্মাতারা।

টানটান উত্তেজনা গাঁটছড়া ধারাবাহিকে, ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে গুলি খেলো ঈশা! তবে কি ফিরতে চলেছে খড়ির স্মৃতি? -

আর তাইতো একেরপর এক টুইস্ট আনছে ধারাবাহিকে। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, খড়ি ও ঋদ্ধি মিলে জঙ্গলে গিয়েছিল অষ্টধাতুর মূর্তি খোঁজার জন্য। আর তখনই তাদের সামনে কয়েকজন বহুরূপী সেজে হাজির হয়। এই সেদিন থেকেই নিখোঁজ খড়ি। সকলের কথা বাঘের হানায় মৃত্যু হয়েছে খড়ির। কিন্তু বছর খানেক পর ইশার ফিরে আসা আবারও নতুন আশা জাগিয়েছে সকলের মনে।

টানটান উত্তেজনা গাঁটছড়া ধারাবাহিকে, ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে গুলি খেলো ঈশা! তবে কি ফিরতে চলেছে খড়ির স্মৃতি? -

আর ইতিমধ্যে দর্শকরা সকলেই বুঝতে পারছেন যে, এই ঈশাই আসলে খড়ি। কিন্তু তারপরেও কোথাও যেন তার আচরণ দেখে সে আসলে খড়ি নাকি ঈশা তাই সংশয় প্রকাশ করছে সিংহ রায়রা। যদিও ঋদ্ধি তার মনের মানুষকে প্রথম দিনই চিনতে পেরেছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, ঈশা ও ঋদ্ধির বিয়ে ঠিক হয়েছে। ঋদ্ধির সাথে তানির আর ওদিকে ইশার সাথে মৈনাকের বিয়ে ঠিক হয়েছে।

টানটান উত্তেজনা গাঁটছড়া ধারাবাহিকে, ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে গুলি খেলো ঈশা! তবে কি ফিরতে চলেছে খড়ির স্মৃতি? -

কিন্তু বিয়ের দিনই ঘটে এক কান্ড। ঈশা ও ঋদ্ধির বিয়ের ক্রুজ ডুবে যায়। খুঁজে পাওয়া যায়না ঋদ্ধি ও ঈশাকে। অবশেষে দেখা যায় দুজনেই জল থেকে উঠে এসে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। আর তখনই তাদের উপর হামলা করে গুন্ডারা। আর তখন ঋদ্ধিকে বাঁচাতে গিয়ে গুলি লাগে ইশার গায়ে। তাহলে কি ফিরে এসেছে খড়ির স্মৃতি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে। যদিও তা বলবে সিরিয়ালের আগামী পর্বগুলি।