Entertainment

জমজমাট পর্ব ‘অনুরাগের ছোঁয়া’-য়, সোনা ও রুপা তারই সন্তান জানতে পেরে দীপার কাছে ক্ষমা চাইলো সূর্য, রইল প্রমো

DNA টেস্টের রিপোর্ট দেখে অবশেষে সোনা-রুপাকে নিজের সন্তান হিসেবে মেনে নিল সূর্য! এমনকি ক্ষমা চাইলো দীপার কাছে। তাহলে কি এবার কেটে যাবে দুজনের মধ্যেকার কালো মেঘ? আবারও কি সোনা-রুপাকে নিয়ে এক হবে সূর্য-দীপা? এখন শুধু প্রশ্ন এটাই। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।

ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়। প্রথম থেকে এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’। কিন্তু যতদিন এগিয়েছে ততই ধারাবাবাহিক একেকদিকে মোড় নিয়েছে।

সূর্যর দীপাকে ভুল বোঝা, দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, দীপার সন্তান জন্ম দেওয়া, সূর্যের জীবনে সোনার আগমন, ফের দীপা-সূর্যর দেখা হওয়া, মিশকার কিডন্যাপিং সহ নানান কিছু উঠে এসেছে সিরিয়ালের প্রতিটি পর্বে। তবে, এরই মাঝে এখনও যে দুটি জিনিস বহমান তা হল সূর্যর দীপাকে (Surya-Dipa) ভুল বোঝা আর অন্যদিকে মিশকার (Mishka) শয়তানি। সূর্য আজও কোনোভাবেই মানতে চায়না যে, সোনা-রুপা তারই সন্তান।

বরং সে আজও ভাবে তার বাবা হওয়ার ক্ষমতা নেই। আর তাইতো সোনা-রুপা তার সন্তান নয় বরং তারা কবীরের সন্তান। কিন্তু দীপার এক্সিডেন্টের পর ধীরে ধীরে যেভাবে ধারাবাহিকের প্লট এগোচ্ছে তাতে বোধহয় এবার দর্শকেরা বহুদিন পর আগের দীপা-সূর্যকে দেখতে পাবেন। কেননা, সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, হাসপাতাল থেকে পাওয়া DNA টেস্টের রিপোর্টে এটাই প্রমান হচ্ছে যে, সোনা-রুপার আসল বাবা কবীর নয় সূর্য।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আর এটা জানার পর তো রীতিমতো অবাক হয়ে যায় সূর্য। একদিকে সে সোনা-রুপাকে সে নিজের সন্তান হিসেবে মেনে নেয়। এমনকি অন্যদিকে সে নিজের ভুল বুঝতে পেরে ছুটে যায় হাসপাতালের বেডে শুয়ে থাকা দীপার কাছে। এমনকি দীপার কাছে তার এতদিনের করা অন্যায়ের জন্য ক্ষমাও চায়। তবে, দীপা কি এবার সত্যি সত্যি সূর্যকে ক্ষমা করবে? এখন সেটাই দেখার অপেক্ষায় সকলেই।