×
EntertainmentVideoViral Video

মিঠিকে টানতে টানতে মনোহরা থেকে নিয়ে গেল মিঠির বাবা! নতুন প্রোমো দেখে উত্তেজিত ‘মিঠাই’ ভক্তরা

অবশেষে মিঠি রানী ধরা পড়লো তার বাবার হাতে। প্রকাশ্যে ‛মিঠাই’-র (Mithai) নতুন প্রোমো। ধারাবাহিকে মিঠাই মারা যাওয়ার পর থেকে বেশ কষ্টেই দিন কাটছিলো মনোহরার মানুষজনের। কিন্তু শাক্যর টিউটর হয়ে মিঠির মনোহরায় প্রবেশে সেই কষ্ট যেন কিছুটা হলেও লাঘব হয়েছে। আর তার কারণ হল মিঠিকে পুরোপুরি মিঠাইয়ের মতো দেখতে। এমনকি সেও খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে।

মিঠিকে টানতে টানতে মনোহরা থেকে নিয়ে গেল মিঠির বাবা! নতুন প্রোমো দেখে উত্তেজিত ‘মিঠাই' ভক্তরা -

তবে, সাম্প্রতিক কয়েক দিনের এপিসোডে দেখা যাচ্ছিল যে, গুণ্ডাদের হাত থেকে বাঁচতে মিঠি ও সিড একটি গণ বিবাহের অনুষ্ঠানে হাজির হয়। আর সেখানেই অনুষ্ঠানের আয়োজকরা তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আর এপিসোড দেখে দর্শকদের মধ্যে দুরকমের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ তো খুবই আনন্দ পেয়েছেন। তবে অনেকেই আবার মিঠি আদেও মিঠাই কিনা সেই সংশয়ে এই বিয়ে মেনে নিতে পারছেন না।

মিঠিকে টানতে টানতে মনোহরা থেকে নিয়ে গেল মিঠির বাবা! নতুন প্রোমো দেখে উত্তেজিত ‘মিঠাই' ভক্তরা -

তবে, তারই মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিঠাইয়ের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, মিঠির বাবা তাকে জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে। তখন শ্রী সিডকে বলে ওকে আটকা দাদাভাই। কিন্তু সিদ্ধার্থ তা না করে মিঠাইকে তার বাবার কথা শোনার জন্যই বলে। আর তারপরই ছোট্ট শাক্য তার মা মিঠাইয়ের ছবির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে সে মিঠিকে ফিরিয়ে আনবে। আর সেই মতোন সে বাড়ি থেকে রাতের অন্ধকারে বেরিয়ে যায়।

আর এই প্রোমো দেখে দর্শক মহলে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও এটা বোঝা যায়নি যে, মিঠি আদতেও মিঠাই কিনা। নাকি সিড মিঠির ব্যাপারে নতুন করে কিছু জানতে পেরেছে তাই সব ঠিকঠাক করার জন্যই তাকে বাবার সঙ্গে যেতে বলছে। মিঠাইয়ের মৃত্যু হয়েছে বহুদিন হলো। কারখানায় আগুন লেগে তার মৃত্যু হয়। আর সেই মৃত্যুর তদন্ত করার জন্যই সিড পুলিশ ফোর্স জয়েন করে। যদিও এখনও পর্যন্ত সেই খুনের কোনো কিনারা করতে পারেনি। এখন শুধু দেখার পালা আগামী দিনে কোন দিকে মোড় নেয় এই ধারাবাহিক।