×
EntertainmentVideoViral Video

চরম সংকটে খড়ি ও ঋদ্ধি! TRP ফেরাতে নতুন চমক ‘গাঁটছড়া’ ধারাবাহিকে, দেখুন প্রমো ভিডিও

প্রাণ সংকটে খড়ি-ঋদ্ধি! প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛গাঁটছড়া’ (Gantchhora)। বর্তমানে টিআরপি তালিকায় সেভাবে জায়গা করতে না পারলেও মা-ঠাকুমাদের পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালে খড়ি ভট্টাচার্য বাড়ির মেজ মেয়ে হলেও সে এই গল্পের প্রধান চরিত্র। তার অভিনয়ে মুগ্ধ সকলেই।

চরম সংকটে খড়ি ও ঋদ্ধি! TRP ফেরাতে নতুন চমক 'গাঁটছড়া' ধারাবাহিকে, দেখুন প্রমো ভিডিও -

যেভাবে চরিত্রটিকে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছে তা সত্যিই অনবদ্য। এছাড়াও তার বিপরীতে রয়েছে গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee)। গতবছর ২০ ডিসেম্বর স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘গাঁটছড়া’। আর সেই সূত্র ধরে প্রায় ১ বছর ধরে টিভির পর্দায় বেশ সফলতার সঙ্গেই রাজত্ব করে আসছে এই সিরিয়াল। তবে, মুখ্য চরিত্রের পাশাপাশি বাকি অন্যান্য সদস্যরাও বেশ ভালোই মনজয় করেছেন ভক্তদের।

চরম সংকটে খড়ি ও ঋদ্ধি! TRP ফেরাতে নতুন চমক 'গাঁটছড়া' ধারাবাহিকে, দেখুন প্রমো ভিডিও -

বেশ কিছুদিন ধরে একেরপর এক চমক চলছে সিরিয়ালের পর্দায়। কখনও রাহুল-কিয়ারার ষড়যন্ত্র ফাঁস হচ্ছে আবার কখনও খড়ির জেঠুর মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় হচ্ছে সিংহ রায় পরিবারে। আর তাইতো একেরপর ধামাকায় সিরিয়ালের পর্দায় চোখ আটকে আছে সকলেরই। সিংহ রায় পরিবারে সুখ যেন বেশিক্ষণ স্থায়ী হয়না। এই তো কিছুদিন আগেই সবকিছু ঠিক হওয়ার পথে এগোচ্ছিল। বর্তমানে রিমঝিমকে নিয়ে খড়ি ও দ্যুতি মধ্যে একপ্রকার সংঘর্ষ চলছে।

চরম সংকটে খড়ি ও ঋদ্ধি! TRP ফেরাতে নতুন চমক 'গাঁটছড়া' ধারাবাহিকে, দেখুন প্রমো ভিডিও -

আর তারই মাঝে সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো এসেছে প্রকাশ্যে। যা দেখে অবাক সকলেই। যেখানে দেখা যাচ্ছে যে, খড়ি ও ঋদ্ধি মিলে জঙ্গলে গেছে অষ্টধাতুর মূর্তি খোঁজার জন্য। আর তখনই তাদের সামনে কয়েকজন বহুরূপী সেজে হাজির হয়। আর বলতে থাকে খালাস করে দে। সেই সময় ঋদ্ধি খড়িকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। যদিও খড়ি তাতে নারাজ। আর তারমধ্যেই কেউ একজন লাঠি দিয়ে ঋদ্ধির মাথায় আঘাত করে। মাটিতে পরে যায় ঋদ্ধি। ওদিকে খড়িও মাটিতে লুটিয়ে পরে।

কিন্তু এরা কারা? সেই প্রশ্নই বারবার জাগছে সকলের মনে। তাহলে কি এরা ডিয়ের লোক নাকি দ্যুতির ভাড়া করা গুন্ডা? সবমিলিয়ে আবার ‛গাঁটছড়া’-র পর্দায় টানটান পর্ব।