×
EntertainmentTrendingViral Video

‘টুম্পা সোনা’কে টক্কর দিয়ে বাজার কাঁপাতে এল নতুন গান ‘পুটকি ভাই’, তুমুল ভাইরাল ভিডিও

একটি গান যখন ভাইরাল হয় তখন যেন সেটা সকলের মুখে মুখে ঘোরে। তেমনই ৮ থেকে ৮০ সকলের মুখে “ও টুম্পা সোনা দুটো হামপি দেনা” গান। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি ঘরে ঘরে এবং মুখে মুখে বাজছে এই গান। এমনকি পুজোতেও চলছে এই গান।

এই বছরে কালিপুজোর আগে “রেস্ট ইন প্রেম” এর মিউজিক ভিডিওর গান এখন সকলের মুখে মুখে। এমনকি সম্প্রতি বিয়ে হওয়া অভিনেতা অনির্বনের বিয়েতেও সৃজিত এবং রুদ্রনীল নেছেছিলেন “টুম্পা সোনার” এই গানে। এছাড়া চায়ের দোকান থেকে শুরু করে সেলুন সবেতেই টুম্পা সুপারহিট।

ADVERTISEMENT

এমনকি চুল কাটতে আসা ছোট্ট পুচকে মেয়েটিও টুম্পা গানে মাথা দুলিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন নিশ্চই টুম্পার পপুলারিটি ঠিক কোন জায়গায়? এবার এই “টুম্পা সোনা দুটো হামপি দেনা” কে টক্কর দিতে আসছে “পুটকি ভাই একটা রোল কর আর লইট্টা মাছের ঝোল কর”। গান।

জানা গিয়েছে যে, “রেস্ট ইন প্রেম” এর পরিচালক অরিজিৎ সরকার আর টুম্পা সোনা গানটি তৈরি করেছিল গীতিকার ও গায়ক আরব দে। এবার তারাই আনতে চলেছে নতুন গান “পুটকি ভাই”। আর তাদের এই সুরেলা সফরে সঙ্গী হলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

তবে, এই গানের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছেন যে, নিছকই যেন মজা ও আনন্দের খোরাক হিসেবে এই গানটিকে নেওয়া হয়। এই গানে তারা কোনো ধর্মীয় ভাবাবেগ ও সম্প্রদায়কে আঘাত করতে চায়নি। যদি বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকে তা সম্পূর্ণ কাকতালীয়। এমনকি তাঁরা এটাও বলেছেন যে, কোনো রকম ড্রাগস বা মাদকাশক্তিকে প্রচার করাও তাদের উদ্দেশ্য নয়। তবে, তাদের এই অনুরোধ আমজনতা কতটা মাথায় রাখবে সেটা বলবে সময়ই।

এমনকি টুম্পার মত পুটকি ভাই কতটা মন জয় করবে সকলের সেটাই এখন দেখার।

ADVERTISEMENT

Related Articles