×
Entertainment

স্রোতের টানে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়ে গেল ঝোরা, মহার্ঘ্যের কি হবে! ‘বালিঝড়’-এ আসছে জমজমাট টুইষ্ট

ভালোবাসার টানে ঘর ছাড়ালো ঝোরা। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। হাতেগোনা কয়েকদিন। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, ঝোরা অর্থাৎ তৃনার বাবা একজন রাজনৈতিক নেতা। ওদিকে স্রোত ও ঝোড়া একে অপরের ভালোবাসে। কিন্তু ঝোড়ার বাবা চায় মহার্ঘ্যর সঙ্গে ঝোরার বিয়ে দিতে। কেননা, মহার্ঘ্য ঝোরার বাবার বিশ্বস্ত একজন। কিন্তু ঝোরা এতে রাজি না।

স্রোতের টানে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়ে গেল ঝোরা, মহার্ঘ্যের কি হবে! ‘বালিঝড়'-এ আসছে জমজমাট টুইষ্ট -

আর সেকথা সে মহার্ঘ্যকে জানিয়েও দিয়েছে। ওদিকে যেহেতু ঝোরার বাবা রাজনৈতিক নেতা তাই তিনি আকাশের চাঁদের সমান স্রোতের কাছে। এই সেইজন্য ঝোরাকে স্রোত দূর থেকে ভালোবাসবে বলেই ভাবে। অল্প কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের বেশ মনে ধরেছে। ‛খড়কুটো’ ধারাবাহিকে গুনগুন- সৌজন্য অর্থাৎ তৃনা-কৌশিকের কেমিস্ট্রি বেশ ভালোই পছন্দ করেছিল দর্শকেরা।

স্রোতের টানে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়ে গেল ঝোরা, মহার্ঘ্যের কি হবে! ‘বালিঝড়'-এ আসছে জমজমাট টুইষ্ট -

তবে, এই ধারাবাহিকে তাদের সম্পর্কের সমীকরণটা খানিকটা আলাদা বৈকি। তবে, সাম্প্রতিক পর্ব গুলো দেখে দর্শকদের মনে একটাই প্রশ্ন যে, ঝোরা কাকে বিয়ে করবে স্রোত নাকি মহার্ঘ্যকে। এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে যে, বাবার চাপে পড়ে সেই মহার্ঘ্যকে বিয়ে করার জন্য কনের সাজে সেজেছে ঝোরা। কিন্তু সে মন থেকে এই বিয়ে করতে চায় না।

কিন্তু এরই মাঝে পলি নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঝোরাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এমনকি সাহায্যও করে। এবার শুধু দেখার পালা আগামী দিনে কোন দিকে মোড় নেয় স্রোত-ঝোরা- মহার্ঘ্যর সম্পর্ক।