Entertainment

Sushant Singh Rajput: দেখতে দেখতে সুশান্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী, চোখে জল নেটবাসীদের

দেখতে দেখতে তিনটে বছর কেটে গিয়েছে। আজও তার কথা মনে করলে চোখে জল আসে কাশ্মীর থেকে কন্যাকুমারী ৮ থেকে ৮০র। তিনি আমাদের মাঝে না থাকলেও বেঁচে আছেন তার কাজের মধ্যে। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন সকলের ভালোবাসার সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। বলিউড (Bollywood) জগতের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। তাকে নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না।

একজন প্রানোচ্ছল, হাসিখুশি, মিষ্টিভাষী স্বভাবের ছেলে ছিলেন সুশান্ত। আর তার অকাল মৃত্যু সহজেই মেনে নিতে পারেননি কেউ। সুশান্ত পড়াশোনায় ছিল তুখোড়। কিন্তু অভিনয়ের প্রতি টান তাঁকে এনে দাড় করায় এই অভিনয় জগতে। প্রথমে টেলিভিশনের (Television) পর্দা আর তারপর বলিউড (Bollywood) জগতে পা রাখেন সুশান্ত (Sushant Singh Rajput)। আর বলিউডে আসার পর রীতিমতো নেপোটিজম-এর শিকার হয় সে।

কিন্তু তা সত্ত্বেও জারি রেখেছিল নিজের লড়াই। একেরপর এক সিনেমা দিয়ে মন জয় করে নিয়েছিল দর্শকদের। ২০১৩ সালে ‛কাই পো চে’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর ‛শুদ্ধ দেশি রোমান্স’, ‛পিকে’, ‛এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‛কেদারনাথ’, ‛সোনচিরিয়া’ সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন। সুশান্তের (Sushant Singh Rajput) বিষয়ে যত বলা হবে ততোই কম পড়ে যাবে।

সুশান্ত এমন একজন মানুষ ছিলেন যার প্রতিভা ছিল অপরিসীম। অভিনয় এর পাশাপাশি নাচ, গান, গিটার বাজানো সবেতেই তাঁর জুড়ি মেলা ভার। এমনকি সুশান্ত মিরর রাইটিং অর্থাৎ দুহাতে সমান ভাবে লিখতে পারতেন। সুশান্তের ‛ছিছোরে’ ছবিটি শেষবার বড় পর্দায় আউটিং ছিল। এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। তারপরই সুশান্তকে শেষ দেখা গিয়েছিল মুকেশ ছাবরার ‛দিল বেচারা’ ছবিতে। যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।

তবে, তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য। আত্মহত্যা হিসেবে তার মৃত্যুর কারণ প্রকাশ্যে এলেও বহু মানুষ দাবি করেছেন তাকে খুন করা হয়েছে। কিন্তু ফ্যানেদের এই দাবি মুখে আর প্রতিবাদেই রয়ে গিয়েছে। সুশান্তের মৃত্যুর মেলেনি কোনো যথাযথ বিচার। দেখতে দেখতে আজ তিনটে বছর হয়ে গেল তিনি আমাদের মধ্যে নেই। আজ সেই অভিশপ্ত ১৪ জুন। আর আজকের এই দিনের মধ্যে দিয়েই আরও একবার ফিরে এসেছে অতীতের কালো দিনের স্মৃতি।