দ্যুতির মা বড়লোক নাতি-নাতনী পেতে চলেছে! ‘বাধাই হো’র আদলে ‘গাঁটছড়া’র মিম বানিয়ে মশকরা নেটনাগরিকদের

বাংলা ধারাবাহিক ভালো গল্প দিয়েই শুরু হয়। তবে কিছু সপ্তাহ পর থেকেই যে সেই একঘেয়ে গল্প তা সবাই বুঝে যান। যেমন একই দেখা যাচ্ছে ‘গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকের ক্ষেত্রেও। পর পর সাত সপ্তাহ ধরে টিআরপি (TRP) লিস্টে প্রথম স্থানে আছে ‘গাঁটছড়া’। তবে রাহুলের পর্দা ফাঁস-এর গল্প দিয়ে কতদিন টানা যায়? এই প্রশ্নই দর্শকদের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যদিও গল্পে সম্প্রতি আবার নতুন মোড় এসেছে। চ্যানেল কতৃপক্ষের থেকে ধারাবাহিকের নতুন প্রোমোতে তেমনই কিছু দেখা গেল। ভিডিওতে দেখা গেল – রাহুলকে, ঋদ্ধি নির্দেশ দিচ্ছে অন্তঃসত্ত্বা দ্যুতিকে বিয়ে করার জন্য। ঋদ্ধি আবার এই নিয়ে খড়িকে বলেছে আমি শুধু তোমার কথাতেই এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাকে যেন পস্তাতে না হয়। খড়ি তাকে আশ্বাস দেয় এবারে অপরাধীর পর্দাফাঁস হবেই।
এই একঘেয়ে গল্প নিয়েই দর্শকের মধ্যে শুরু হয়েছে অস্বস্তি। যে কারণে তারা এই সিরিয়াল নিয়ে শুরু করে দিয়েছে ট্রোলিং। সোশ্যাল মাধ্যমে (Social Media) একটি মিম ফটো শেয়ার হয়েছে। যা সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়েছে। আয়ুষ্মান খুরানার (Ayushman Khurana) ‘বধাই হো’ (Badhai Ho) সিনেমাটি নিশ্চয়ই সবার মনে আছে। সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিল। অভিনেত্রী নীতু সিং (Neetu Singh) এই সিনেমায় ষাটঅর্ধ বয়সেও মা হতে চলেছেন। এই ছিলো সিনেমার মূল গল্প। সেই সিনেমার পোস্টারের আদলেই এবার গাঁটছড়া সিরিয়ালের কলাকুশলীদের নিয়ে তৈরী হয়েছে মিম পোস্টার। নীনা গুপ্তর মুখের বদলে দ্যুতির মুখ বসিয়ে দেওয়া রয়েছে। রাহুল দ্যুতির পেটের উপরে হাত রেখেছে।
অন্যদিকে ঋদ্ধি সম্পূর্ণ হতবাক। দ্যুতির বোনের হাতের বয়স্ক মানুষের একটি লাঠি দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিমটি দেখে হাসিতে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। ‘লে হালুয়া’ নামের ফেসবুক (Facebook) পেজ থেকে মিমটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে – “চন্দ্রা ভট্টাচার্য ঠাকুরের কাছে বড়লোক জামাই চেয়েছিলেন, কিন্তু ভগবান বেশি ভালোবেসে বড়লোক নাতি নাতনিও দিয়ে দিলেন, বধাই হো!” ব্যাপক ভাবে নেটিজেনরা পোস্টে এসে নিজেদের মতামত জানাচ্ছেন। একজন লিখেছেন – ‘হায় হায় বনির একি দশা’। অন্য একজন লিখেছেন – ‘এডিটরকে অস্কার দেওয়া উচিত’।