Hiya Dey: ‘আপকামিং উরফি জাভেদ’, খোলা ছাদে ছোট পোশাকে নেচে কটাক্ষের শিকার ‘পটল কুমার’ হিয়া দে
অনেকেই হিয়ার এই ভিডিও পছন্দ করলেও অনেকেই আবার একেবারেই পছন্দ করেননি। কটাক্ষের সুরেই একেকজন একেকরকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন যে ‛আসন্ন উরফি জাভেদ’। আবার কেউ লিখেছেন ‛খুব পেকেছে পটল’।

Hiya Dey Troll: ‛আসন্ন উরফি জাভেদ’, রিল ভিডিও শেয়ার করতেই ফের নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। কয়েক বছর আগে ‛পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। পর্দায় তাঁর অভিনয় ছিল দেখার মতো। শিশু গায়ক পটলের জীবনের কষ্ট মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন দর্শকরা। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তিনি কিশোরী। তবে তাকে দেখলে যুবতী বলেই মনে হবে।
View this post on Instagram
এরপর জি বাংলার ‛আলো ছায়া’ ধারাবাহিকে আলোর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এমনকি স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘ফেলনা’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রেও দেখা মিলেছিল তার। তবে, শুধু সিরিয়ালই নয় ‛নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ হিয়া দে (Hiya Dey)। মাঝেমধ্যেই নিত্যনতুন ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের।
View this post on Instagram
সম্প্রতি তেমনই এক রিল ভিডিওতে (Video) হিয়াকে (Hiya Dey) ছাদের উপর দাঁড়িয়ে ‛Ali Ali Ali Ali’ গানে নাচতে দেখা যাচ্ছে। পরনে রয়েছে শর্ট প্যান্ট ও টপ। খোলা চুলে নিজের মতোন করে নেচে চলেছেন। ক্যাপশনে লিখেছেন ‛আলী আলী আলী আলী’। সঙ্গে আই ইমোজিও দিয়েছেন। হিয়ার এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই মুহূর্তের মধ্যে তা ভাইরাল (Viral) হয়ে গিয়েছে।
অনেকেই হিয়ার এই ভিডিও (Video) পছন্দ করলেও অনেকেই আবার একেবারেই পছন্দ করেননি। কটাক্ষের সুরেই একেকজন একেকরকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন যে ‛আসন্ন উরফি জাভেদ’। আবার কেউ লিখেছেন ‛খুব পেকেছে পটল’। আবার কেউ ব্যাঙ এর সঙ্গে তুলনা করে হিয়ার এই নাচ দেখে লিখেছেন যে, ‛কোলা ব্যাঙের মতোন লাফায়’। আবার কেউ তো পুরোই অবাক এটা কি ধরণের নাচ সেটা ভেবে। সবমিলিয়ে ভালো এবং মন্দ উভয় কমেন্ট কুড়িয়েছে হিয়ার (Hiya Dey) এই ভিডিও।