হট লুকে ছবি একগুচ্ছ পোস্ট করলেন অভিনেত্রী মধুমিতা, নেটিজেনরা বললেন ‘উরফি জাভেদ লাগছে’

‛উরফি জাভেদ লাইট’, নেটমাধ্যমে ছবি শেয়ার করতেই মন্তব্য নেটিজেনদের। টলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। যদিও নেট নাগরিকদের অনেকেই তার অভিনয়কে তেমন একটা ভালো নয় বলেই ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তাতে কি? অভিনেত্রীর হাতে কিন্তু কাজের সংখ্যা কম নয়। কখনও ওয়েব সিরিজ, আবার কখনও ফটোশ্যুট বা কখনও ব্র্যান্ড প্রমোশনে তার শিডিউল থাকে ভরা।
View this post on Instagram
পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদেরও কিন্তু সময় দিতে ভোলেন না পর্দার ‛চিনি’। আর তাইতো মাঝেমধ্যেই একেরপার এক রিল ভিডিও ও ফটোশ্যুটে নজর কাড়েন নেটিজেনদের। যদিও ফটোশ্যুটের কারণে কম কটাক্ষ শুনতে হয়না তাকে। কিন্তু তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। নিজের মতো করেই এগিয়ে নিয়ে চলেছেন জীবনের নৌকা। বর্তমানে আমরা প্রায় বছরের শেষের দিকে পৌঁছে গেছি। আর মাত্র কয়েকটি দিন বাকি নতুন বছর আসতে।
View this post on Instagram
বর্ষশেষের মুখে আবারও একবার উষ্ণ অবতারে ধরা দিলেন মধুমিতা। তার পরণে রয়েছে সবুজ রঙের অফ শোল্ডার বডিকন। থাইস্লিট এই ড্রেসটির উপরের অংশ উন্মুক্ত হওয়ার কারণে ক্লিভেজ স্পষ্ট। চুল টেনে পনিটেল করা। কানে গোল্ডেন ইয়ার রিং। কোনো অনুষ্ঠানের শ্যুটিং করতে গিয়ে ছবিগুলি তুলেছেন অভিনেত্রী। একটি ছবিতে তাকে মেকআপ রুমে লিপগ্লস লাগাতে দেখাতে যাচ্ছে।
View this post on Instagram
আর অন্য ছবিতে তাকে দেওয়ালেই একেরপর এক পোজ দিতে দেখা যাচ্ছে। তবে, এটি কোন অনুষ্ঠান বা কি বৃত্তান্ত সে ব্যাপারে কিছুই খোলসা করতে রাজি নয় অভিনেত্রী। আর সেটা ছবির ক্যাপশনেই বুঝিয়ে দিয়েছেন। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। তার মধ্যে কেউ আবার তাকে ‛উরফি জাভেদ লাইট’ বলেছেন। বর্তমানে তাকে বেশ কিছুদিন ধরে মদন মিত্রের সঙ্গে দেখা যাচ্ছে।
কখনও তাকে মদন মিত্রের বাহুডোরে দেখা গিয়েছে। আবার সম্প্রতি দিন কয়েক আগে মদন মিত্রের জন্মদিনে কেক কেটে তাকে খাইয়েও দিতে দেখা গেছে। আর সেই নিয়ে নেটপাড়ায় কম সমালোচনা হয়নি। আগামী দিনে মধুমিতাকে দক্ষিণী ছবিতেও দেখা যাবে। এছাড়া ‛শ্রীকান্ত ২’ অভয়ার চরিত্রে দেখা যাবে। তবে, সম্প্রতি মধুমিতার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।