Urfi Javed: অদ্ভুত পোশাকে নিউ লুকে ফটোশুট উরফির, দেখে চোখ কপালে নেটবাসীর

অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) উরফি জাভেদ (Urfi Javed) কে ‘ফ্যাশন আইকন’ বলেছিলেন। তা নিয়ে কম জল ঘোলা হয়নি সকলের মধ্যে। কিন্তু অনেকেই মেনে নিয়েছেন উরফি জাভেদ আদতেই বলিউড সহ দেশের এক ঘেয়েমি ফ্যাশন বদলানোর প্রধান অঙ্গীকার হিসাবে কাজ করছেন। বিগ বস ওটিটি থেকে শুরু করে অভিনয় করেও তেমন নাম করতে পারেননি উরফি। তবে তার মন ভোলানো ফ্যাশন যেন রাতারাতি তাকে খ্যাতি এনে দিতে সক্ষম হয়েছে।
View this post on Instagram
এবার উরফি ও তার ফ্যাশনের একরাশ প্রশংসায় সুর চড়ালেন অনিতা শ্রফ আদাজানিয়া। ফ্যাশন দুনিয়ার জাদুকর বলা হয় তাঁকে। তবে তাঁর পরিচয় আরও ভালো করে বলতে গেলে তিনি ভোগ ইন্ডিয়া পত্রিকার ফ্যাশন অধিকর্তা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ফটো আপলোড করেছেন অনিতা। যেখানে উরফিকে সম্পূর্ণ বিপরীত মুখী লুকে দেখা গেল।
View this post on Instagram
গোলাপি রঙের চুল, প্রিন্টেড ড্রেস, ব্রালেটে এসব কিছুই ছিল উরফির পরনে। তবে অনিতা জানিয়েছেন উরফি নিজের পোশাক নিজেই তৈরী করেন। এমনকি শুট করার জন্য সে নিজেই সম্পূর্ণ ব্যবস্থা করে থাকেন। কার্যত উরফির প্রশংসায় পঞ্চমুখ অনিতা। এই লুকই কিন্তু এবার অনিতার ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের কভার হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। রাতারাতি যে উরফি জাভেদ আকাশ সমান খ্যাতির সম্মুখীন হবে তা বলার বাকি থাকে না।
View this post on Instagram
ছবি, বস্তা, মিছরি, বিদ্যুতের তার, ব্লেড এমনকি কটন ক্যান্ডি ব্যবহার করেও পোশাক বানিয়ে ফেলেছিলেন উরফি। তবে এবারের এই লুক সবথেকে আকর্ষণীয়। অনিতা উরফিকে ‘DIY’ কুইন বলেও সম্বোধন করেন। আপনাদের জানিয়ে রাখি DIY কথার অর্থ হলো ‘ডু ইট ইওরসেলফ’ বা ‘নিজে করো’। নিজের প্রচেষ্টাতেই উরফি কি অস্বাভাবিক ফ্যাশনে মাতিয়ে তুলেছেন সকলকে সেটাই অনিতা এই পোস্টের মাধ্যমে জানাতে চেয়েছেন।