×
EntertainmentVideoViral Video

সারাবছর ঝগড়া ঝামেলা আর দু’টো বিয়ে করে এসপি গুড্ডি! নতুন প্রোমো দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা

শুরু হল গুড্ডির নতুন অধ্যায়। সে এখন জেলার নতুন এসপি। শুধু তাই নয়, গুড্ডি এখন ডিআইজি অনুজেরও। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় চলা অন্যতম চর্চিত সিরিয়াল হল ‛গুড্ডি’ (Guddi)। গল্পের শুরুটা বেশ সুন্দর ভাবেই করেছিলেন নির্মাতারা। আর তা হল পাহাড়ি এক মেয়ের পুলিশ হতে চাওয়ার স্বপ্ন। আর এই ইচ্ছে জেগেছিল দিদির বর অনুজকে দেখে।

সারাবছর ঝগড়া ঝামেলা আর দু'টো বিয়ে করে এসপি গুড্ডি! নতুন প্রোমো দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা -

ভাগ্যক্রমে সেই দিদির বরই তার স্বামী হয়ে যায়। আর তারপর থেকে গল্প মোড় নেয় ত্রিকোণ প্রেমের কাহিনীতে। তবে, বর্তমানে সেই ত্রিকোণ প্রেম গিয়ে পৌঁছেছে চতুস্কোন প্রেমে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে যুধাজিতের সঙ্গে বিয়ে হয়েছে গুড্ডির। যদিও সিঁদুর দানের পর্বে দেখা গেছে এক অবাক করা কান্ড। যুধাজিত নয় বরং গুড্ডি তাদের বাড়ির নিয়মের দোহাই দিয়ে নিজের হাত থেকেই নিজে সিঁদুর পরেছে।

তবে, অনেক ঝড় বাঁধা পেরিয়ে গুড্ডি অবশেষে পুলিশ অফিসার হয়েছে। ভাইরাল হয়েছে তারই ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, গুড্ডি নতুন অফিসার হয়ে এসেছে। আর তাই তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আর সেখানে এসে হাজির হয়েছে অনুজও। আর সেই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসামাত্রই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স।

সারাবছর ঝগড়া ঝামেলা আর দু'টো বিয়ে করে এসপি গুড্ডি! নতুন প্রোমো দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা -

কেউ লিখেছেন ‛ফাজলামির একটা লিমিট আছে’। আবার কেউ লিখেছেন যে, ‛এত গেড়া পুলিশ অফিসার’। কেউ আবার লিখেছেন ‛এদের ঢংয়ের শেষ নেই’। আবার কেউ বলেছে, ‘সারাবছর ঝগড়া ও দুটো বিয়ে করে কি করে SP হয়ে গেলো তাও আবার শর্ট হাইট এ’। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল গুড্ডি সিরিয়ালের এই ভিডিও ক্লিপ।