সৃজনকে পটানোর ধান্দা! রেগে তিন্নির চোখে লেবুর রস দিয়ে দিল পর্ণা, নয়া প্রোমো দেখে ব্যাপক খুশি ভক্তরা

‛সৃজন আমার বর। ঝগড়া করলেও আমি করবো,কমলালেবু খাওয়াতে হলেও আমি খাওয়াবো’। তিন্নিকে মোক্ষম দাওয়াই দিল পর্ণা। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। এই মুহূর্তে জি বাংলার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛নিম ফুলের মধু’। পর্ণা-সৃজনের কেমিস্ট্রি ইতিমধ্যেই মনজয় করেছে নেটিজেনদের। ধারাবাহিকে পর্ণার চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। সৃজনের চরিত্রে রয়েছেন রুবেল দাস (Rubel Das)।
প্রথম দিন থেকেই সমাজের একটি দিক উঠে আসছে এই ধারাবাহিকে। যেখানে শাশুড়ি তার ছেলেকে নিজের দখলে রাখার চেষ্টা করে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই শশুর বাড়ির কিছু সদস্য তার পায়ে শিকল পড়ানোর চেষ্টা করছে। যদিও পর্ণা হাল ছাড়ার পাত্রী নয়। সেও পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরোনো ধ্যান ধারণা ভাঙার।
নিজের সম্মান বাঁচাতে একটা সময় সে মনে করে রোজগার করতেই হবে। আর সেই মতোন চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরিও পায়। বর্তমানে সে একজন সাংবাদিক। আর তার এই চাকরি করা নিয়ে কম কান্ডও হয়নি দত্ত পরিবারে। এমনকি সৃজন-পর্ণাকে কোমরে তেল মালিশ করছে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সৃজনের মা। বাড়ির বড় বৌ মৌমিতার সঙ্গে প্ল্যান করছে কিভাবে পর্ণাকে এ বাড়ি থেকে তাড়ানো যায়।
আর এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, সৃজনের মা ও মৌমিতা তিন্নিকে (মৌমিতার বোন) উস্কে দিচ্ছে সৃজনের কাছাকাছি থাকতে। কেননা সৃজন ও পর্ণার মধ্যে নাকি ঝগড়া চলছে। আর তারপরই তিন্নি সৃজনকে কমলালেবু খাওয়াতে যায়। যদিও সৃজন তাকে পাত্তা না দিয়ে অফিসের কাজে বেরিয়ে যায়।
এরপরই তিন্নির পথ আটকে দাঁড়ায় পর্ণা। তিন্নি ও পর্ণার মধ্যে কথা কাটাকাটি হয়। আর তখন তিন্নি পর্ণাকে বলে সৃজনের সঙ্গে নাকি তারই বিয়ে হওয়ার কথা ছিল। এই কথা শুনেই পর্ণা তিন্নির চোখে কমলালেবুর খোসা চিপড়ে দেয়। আর বলে ‛সৃজন আমার বর। ঝগড়া করলেও আমি করবো,কমলালেবু খাওয়াতে হলেও আমি খাওয়াবো’। আর এমন একটি প্রোমো দেখে তো ব্যাপক খুশি নেটিজেনরা। এমনকি অনেকেই আবার পর্ণার শাশুড়িকে গালমন্দ করতে ছাড়েননি।