EntertainmentVideoViral Video

Monami Ghosh: দুধ সাদা স্বল্প পোশাকে দোল খেতে ব্যস্ত ‘হট বম্ব’ মনামী, ভিডিও দেখে ফিদা পুরুষ ভক্তরা

Advertisement
Advertisements

পরণে সাদা বিকিনি, সমুদ্রের পাড়ে বসে দোল খাচ্ছেন মনামী (Monami Ghosh)! আর তাই দেখেই বাঁকা মন্তব্য এক নেটিজেনের। কিছুদিন আগেই থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। ফুকেত, পাটায়া ঘুরে একেরপর এক ছবিও পোস্ট করেছিলেন। কখনও প্রমোদ তরীতে স্বল্প পোশাকে ধরা দিয়েছিলেন। আবার কখনও বিকিনি পরে সমুদ্রের নীল জলে তাকে জলকেলি করতেও দেখা গিয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

তার এই সাহসী ছবি দেখে ঘুম উড়েছিল একাধিক নেটিজেনের। আর এবারেও তার রূপ দেখে আবারও কুপোকাত হলেন ভক্তরা। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে সাদা রঙের টু-পিসে দেখা যাচ্ছে। সমুদ্রের পাশে থাকা একটি দোলনায় বসে দোল খেতে দেখা যাচ্ছে তাকে। চোখে সানগ্লাস ও বিনুনি করা চুলে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛Calm Down’ গানটি। ভিডিও শেয়ার করে মনামী ক্যাপশনে লিখেছেন যে, ‛সামহোয়ার আউট দেয়ার ইস এ সুইং দ্যাট মিসেস ইউ’। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛সেক্সী’। কেউ লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। আবার কেউ টিপন্নী কেটে লিখেছেন যে, ‛এটা সস্তার ডেস্টিনেশন, এই দোলনা ফ্রিতে চড়া যায়’।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

‘সাতকাহন’ সিরিয়াল দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনামী। তারপর একেরপর এক সিনেমা, সিরিয়াল, ওয়েবসিরিজ দিয়ে মনজয় করে নিয়েছেন সকলের। বর্তমানে তার কেরিয়ার গ্রাফ উর্ধমুখী। আগামী দিনে তাকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‛পদাতিক’-এ গীতা সেনের চরিত্রে দেখা যাবে। সম্প্রতি মনামীর এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।