প্রেমিকার সাথে প্রকাশ্যে অন্তরঙ্গ মুহূর্তে ‘নেতাজি’ সিরিয়ালের অভিনেতা, ভাইরাল দৃশ্য
বাংলা টেলিভিশন জগতের জগতের দুটি পরিচিত মুখ হল অভিষেক বোস ও দিয়া মুখার্জি। তবে, পর্দায় তাঁদের সবাই সুভাষ ই বিন্দি নামেই ভালো চেনে। তাঁরা দুজনেই অভিনয় দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমনকি তাঁদেরকে পর্দায় একসঙ্গে দেখতে দর্শকও বেশ পছন্দ করে।
আর সকলেই জানেন যে, তাঁরা যেমন পর্দায় রিল লাইফে জুটি বেঁধে কাজ করেন তেমনই বাস্তবেও তাঁরা রিয়েল লাইফ জুটি। আর এই দুই জুটি এবার বড়দিন যেন “বড় স্পেশাল” করেই উৎযাপন করলেন। সান্তার সাজে প্রেমিকা দিয়াকে ভালোবাসার চুম্বনে ভরিয়ে দিলেন অভিনেতা অভিষেক।
সম্প্রতি ইনস্ট্রগ্রামে প্রকাশ্যে এসেছে সেই ছবি। দিয়ার পরনে রয়েছে লাল ড্রেস, মাথায় সান্তার টুপি। আর অভিষেকের পরনে রয়েছে সাদা কালো সোয়েটার। ছবিটি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন “মাই সান্তা”। প্রেম নিয়ে কোনোদিনই বিশেষ লুকোছাপা করেননি এই অভিনেতা ও অভিনেত্রী। প্রায়শই তাদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়।
আর সম্প্রতি দুজনের আলিঙ্গনে মোড়া ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।