Advertisement
Entertainment

Web Series: বোল্ডনেসের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে এই ওয়েব সিরিজ, পরিবারের সামনে ভুলেও দেখবেন না

Advertisement
Advertisements

Julie Part 2: একা থাকলে একটু নিশ্চয়ই নিজেকে সময় দিতে ইচ্ছা করে। বয়সের সাথে সাথে একা কাটানো সময় গুলিও হয়ে ওঠে বিভিন্নরকম ভিন্ন। এই যেমন ধরুন ব্যক্তিগত সময় কাটালেন অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখে। একা থাকলে নিশ্চয়ই অ্যাডাল্ট সিরিজ দেখেই থাকেন অনেক সময়ে। বর্তমান সময়ে সিনেমার থেকেও অ্যাডাল্ট ওয়েবসিরিজ যা শুধুমাত্র ১৮+ বয়সীদের জন্য তৈরী হয়। ব্যাপক জনপ্রিয় তেমনই উষ্ণতায় পরিপূর্ণ। এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে।

সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম। আপনি উল্লুর ঘাম ঝরানো ওয়েব সিরিজ গুলি দেখেছেন নিশ্চয়ই। তাদের একের পর এক সিরিজ দেখলে শরীর নিংড়ে ঘাম বেরিয়ে আসতে বাধ্য আপনার। দর্শকদের সেই কারণে এই গুলি খুবই হট ফেভারিট। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাবো। যেখানে ট্রেলার দেখেই আপনার রাত হোয়ে উঠবে রঙিন।

Advertisements

ওয়েব সিরিজের নাম – জুলি পার্ট ২ (Julie Part 2)

Advertisements

কয়টি এপিসোড – এই সিরিজে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নেহাল ভাদোলিয়া (Nehal Vadoliya), আমান ভার্মা (Aman Verma) ও অজিত ঝাঁ (Ajit Jha)।

কোন প্লাটফর্মে দেখতে পাবেন – এই সিরিজ একমাত্র উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট টাকার বদলে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

সিরিজের গল্পঃ – জুলি একটি প্রাইভেট হাসপাতালে কর্মরত একজন নার্সের গল্প। একই হাসপাতালে কর্মরত এক ব্যক্তি পাগলের মতো প্রেমে পড়ে যায় তার। কার্যত ডাক্তার থেকে সিকিউরিটি সবাই তার শরীর চাইতে থাকে। ধীরে ধীরে তার পাগলামি বাড়তে সকলের। এই ছিল প্রথম সিরিজের গল্প। দ্বিতীয় সিরিজে দেখা যাবে তিনটি মানুষ নিখোঁজ হোয়ে যায়। পুলিশ তাদের খুঁজতে শুরু করে ও জুলির হাসপাতাল পর্যন্ত এসে পৌছায়। এই ঘটনার সাথে কি জড়িয়ে আছে জুলি? তা যদিও আপনারা জানবেন এই সিরিজের মধ্যে দিয়ে। ঘাম ঝরানো সিনের সাথেই থ্রিল কার্যত সম্পূর্ণ ভরপুর আছে সিরিজের মধ্যে।

রিলিজ তারিখ – গত বছর অর্থাৎ ২০২২ সালে ১৩ই মে এই সিরিজটি রিলিজ করেছে।

কেন দেখবেন জুলি ২ ওয়েব সিরিজ – অন্য সিরিজের থেকে এই ওয়েব সিরিজ সম্পূর্ণ আলাদা। কার্যত এমন ঘাম ঝরানো সিন্ অন্য কোনো সিরিজে এর আগে দেখা যায়নি।

ভাষা – হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করবে।

কিভাবে দেখবেন – প্লেস্টোর থেকে নিজের স্মার্ট ফোনে উল্লু অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলেই ইচ্ছা মতো ওয়েব সিরিজ দেখতে পাবেন।