দুবাইতে অন্তরঙ্গ হানিমুন সারছেন নেহা-রোহনপ্রীত, মুহূর্তে ভাইরাল দৃশ্য
এই উৎসবের মরসুমেই গত ২৪ অক্টোবর ৮ বছরের ছোট গায়ক রোহণপ্রীত সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তাঁদের বিয়ের ছবি থেকে শুরু করে এমনকি ভিডিও সবই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
১৯৮৮ সালে ৬ জুন উত্তরাখণ্ড জন্মগ্রহন করেন এই বলিউড গায়িকা। টেলিভিশনের রিয়েলিটি শো তে অংশগ্রহণের মাধ্যমেই তাঁর গানের জগতে পদার্পণ হয়।
তারপরই মধুচন্দ্রিমার জন্য দুবাইতে উড়ে যান তাঁরা। মুম্বাই এয়ারপোর্টে তোলা নবদম্পতির ছবি এবং ভিডিও নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন।
এরপর দুবাইতে যে পাঁচতালা হোটেলে রয়েছেন তাঁর ভিডিও শেয়ার করেন রোহণপ্রীত। এছাড়া বেলুন-ফুলে সাজানো নরম বিছানা। পাশাপাশি ফুল বিছানো হয়েছে ঘরে যাওয়ার রাস্তায়। নেহা কক্কর ও রোহণপ্রীতের হানিমুনের সব ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে, সম্প্রতি আরও কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পারে বালিতে লেখা আই লাভ ইউ নেহা। এটা দেখে আর বলার অপেক্ষা রাখে না এটা রোহনেরই কাজ। এছাড়াও অন্য একটি ছবিতে দেখা গেছে রোহন নেহাকে কোলে তুলে নিয়েছে। এমনই বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে। আর এই ছবি গুলি সব গুলো দেখে বোঝা যাচ্ছে নেহার প্রতি রোহনের ভালোবাসাকে।