×
EntertainmentViral Video

বিয়ে হয়েছে দুমাস, স্বামীর গায়ের ওপর পা তুলে দোল খাচ্ছে নেহা কক্কর, ভাইরাল ভিডিও

বলিউড জগতের একজন জনপ্রিয় গায়িকা হলেন নেহা কক্কর। গত ২৪ অক্টোবর ৮ বছরের ছোট গায়ক রোহণপ্রীত সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই জনপ্রিয় গায়িকা। তাঁদের বিয়ের ছবি থেকে শুরু করে এমনকি ভিডিও সবই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ১৯৮৮ সালে ৬ জুন উত্তরাখণ্ড জন্মগ্রহন করেন এই বলিউড গায়িকা। টেলিভিশনের রিয়েলিটি শো তে অংশগ্রহণের মাধ্যমেই তাঁর গানের জগতে পদার্পণ হয়।

আর বিয়ের পরই মধুচন্দ্রিমার জন্য দুবাইতে যে পাঁচতাঁরা হোটেলে তাঁরা ছিলেন সেখান থেকে নেহা কক্কর ও রোহণপ্রীতের হানিমুনের সব ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর তা রীতিমতো ভাইরালও হয়েছিল।

ADVERTISEMENT

আর তারপর শুক্রবার থেকে নেহা কক্করের বেবি ব্যাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই রীতিমতো জল্পনা শুরু হয়ে যায় এবং উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। নেটিজেনরা অনেকেই বিভিন্ন মন্তব্য করতে থাকেন আবার কেউ শুভেচ্ছাও জানান।

কিন্তু হঠাৎই নেহার বেবি ব্যাম্পের ছবি শেয়ার করার কয়েকঘন্টা পর দেখা যায় আরও একটি ছবি শেয়ার করতে যেখানে নেহাকে বন্ধুর বিয়েতে হলুদ রঙের লেহেঙ্গা পরে আছে। আর সেই ছবিতে হটাৎই উধাও নেহার বেবি বাম্প। আর তাই দেখেই অনেকের মনে প্রশ্ন উঠেছে।

তবে, এতকিছুর পর অবশেষে জানা যায় যে, নেহা অন্তঃসত্ত্বা নয়। রোহন ও নেহার নতুন এলবাম “খেয়াল রাখা কর” এর প্রোমোশনের জন্যই নেহা অন্তঃসত্তা রূপে শ্যুট করেছিলেন। আর সম্প্রতি সেই গানেরই লিরিক এর সঙ্গে একটি শর্ট ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, নেহা কক্কর তাঁর স্বামী রোহন প্রীত সিং এর গায়ের উপর পা তুলে দোল খাচ্ছে। আর এই ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে, এটি তাঁদের আপকামিং গানেরই একটি দৃশ্য। পাশাপাশি ভিডিওটিতে নেহা ও রোহনের দোল খাওয়া ছবির দৃশ্যের উপর লেখা রয়েছে “খেয়াল রাখ কর” এবং তারই ঠিক নীচে লেখা ২ দিন বাকি।

এতদিন নেহার গান সকলকে মাতিয়ে রেখেছিল। এবার যে, নেহা ও রোহনের গানে এবং ভিডিওয় সকলেই মাতবে তা ভালোই বোঝা যাচ্ছে। তবে, এখন শুধু গান রিলিজ হওয়ার অপেক্ষা। আর তারপরই পাওয়া যাবে আসল উত্তর।

ADVERTISEMENT

Related Articles