×
EntertainmentTrendingViral Video

রোহনের ঠোঁটে চুম্বন, বিয়ের একমাস পর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর

রোহনপ্রীত সিং এবং নেহা কক্করের বিবাহের এক মাস পার হয়ে গেছে। নেহা কক্কর যার বয়স 32 বছর এবং রোহনপ্রীত সিং যার বয়স মাত্র 25 বছর, তারা এখন নববিবাহিত দম্পতি। বিখ্যাত গানের শিল্পী নেহা কক্কর আবার নতুন করে ভালোবাসার প্রকাশ করলেন বিয়ের মাত্র এক মাস পার হতেই। তাদের এই মধুর সম্পর্ককে তাদের দুই পরিবার অনেক সমর্থন করেছেন এবং সম্মান করেছেন তাদের এই সম্পর্ককে।

রোহনপ্রীতের পরিবারের থেকে তিনি অনেক ভালোবাসা পেয়েছেন,বলেন নেহা কক্কর।তার লেখা বেশ কয়েকটি গান যা সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক ভাইরাল হয়েছে। তার মধ্যে “মিলে হো তুম হামকো” টি বিশেষ জনপ্রিয় যা সবার মুখে মুখে শোনা যায়। রোহনপ্রীত সিং ও একজন বিশেষ জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। তার গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে আছে “প্যাহলি মুলাকাত”,”তাকলিফ” ইত্যাদি।

ADVERTISEMENT

তারা বিবাহের সময়েও অনেক মুহূর্তের ফটো এবং ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাদের কিছু ভালোবাসার এবং আনন্দের মুহূর্ত যা তারা শেয়ার করে থাকেন। তাদের এই মধুর সম্পর্ক বিবাহের আগে এবং পরেও একই রয়ে গেছে।

শিল্পী নেহা কক্কর জানান এক ইন্টারভিউ এর মাধ্যমে যে রোহনপ্রীত সিং এর পরিবারের থেকে এত যে ভালোবাসা পাবেন তিনি সেটা তিনি কখনো ভাবতেও পারেননি।
রোহনপ্রীত সিং এবং তার পরিবার যেভাবে তাকে ভালোবেসেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ বলে জানান নেহা কক্কর। তাই বিয়ের মাত্র একমাস পরেই নেহা কক্কর একটি নতুন ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ADVERTISEMENT

Related Articles