×
EntertainmentTrending

গর্ভবতী নন নেহা কক্কর! কয়েক ঘন্টার মধ্যেই শরীর থেকে উধাও বেবি বাম্প

গত ২৪ অক্টোবর ৮ বছরের ছোট গায়ক রোহণপ্রীত সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তাঁদের বিয়ের ছবি থেকে শুরু করে এমনকি ভিডিও সবই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ১৯৮৮ সালে ৬ জুন উত্তরাখণ্ড জন্মগ্রহন করেন এই বলিউড গায়িকা। টেলিভিশনের রিয়েলিটি শো তে অংশগ্রহণের মাধ্যমেই তাঁর গানের জগতে পদার্পণ হয়।

আর বিয়ের পরই মধুচন্দ্রিমার জন্য দুবাইতে উড়ে যান তাঁরা। এরপর দুবাইতে যে পাঁচতাঁরা হোটেলে তাঁরা ছিলেন সেখান থেকে নেহা কক্কর ও রোহণপ্রীতের হানিমুনের সব ভিডিওই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

গর্ভবতী নন নেহা কক্কর! কয়েক ঘন্টার মধ্যেই শরীর থেকে উধাও বেবি বাম্প -

আর তারপর শুক্রবার থেকে নেহা কক্করের বেবি ব্যাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই রীতিমতো জল্পনা শুরু হয়ে যায় এবং উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। নেটিজেনরা অনেকেই বিভিন্ন মন্তব্য করতে থাকেন আবার কেউ শুভেচ্ছাও জানান।

গর্ভবতী নন নেহা কক্কর! কয়েক ঘন্টার মধ্যেই শরীর থেকে উধাও বেবি বাম্প -

কিন্তু হঠাৎই নেহার বেবি ব্যাম্পের ছবি শেয়ার করার কয়েকঘন্টা পর দেখা যায় আরও একটি ছবি শেয়ার করতে যেখানে নেহাকে বন্ধুর বিয়েতে হলুদ রঙের লেহেঙ্গা পরে আছে। আর সেই ছবিতে হটাৎই উধাও নেহার বেবি বাম্প। আর তাই দেখেই অনেকের মনে প্রশ্ন উঠেছে।

নেহা কক্করের এই ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়। এই ব্যাপারে অবশ্য রোহন প্রীত কোন মন্তব্য করেননি। তবে, জানা যাচ্ছে রোহন ও নেহার নতুন এলবাম “খেয়াল রাখা কর” এর প্রোমোশনের জন্যই নেহা অন্তঃসত্তা রূপে হাজির হয়েছিলেন।