বয়স হয়েছে নেহার! মা সেজে স্বামীকে আদরে ভরিয়ে দিলেন নেহা কক্কর, তুমুল ভাইরাল ভিডিও
সিনেমা জগৎ থেকে শুরু করে গানের জগৎ সর্বত্র এখন বিয়ের মরশুম। কনকনে শীতে বসন্তের রং ছুঁয়েছে অনেক তারকার মন ও জীবন। লকডাউনকে কাজে লাগিয়ে অনেকেই ঘরে এনেছেন নতুন অতিথি। অনেকের আবার আসতে চলেছে। লকডাউনওঠার পর অনেকেই আবার আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। সব মিলিয়ে প্রায় সবার জীবনেই শুরু হয়েছে এক নতুন অধ্যায়।
সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়িকা এবং বিশ্বের অন্যতম সেরা গায়িকা নেহা কক্কর বিয়ে করেছেন। পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেছেন নেহা। নেহা শুধু যে ভালো গান করে তাই নয় এরই সাথে ড্রামা করতেও ওস্তাদ তিনি। তাই তো তাঁকে অনেকে ড্রামা কুইন বলে থাকেন। বিয়ের আগে তিনি এমন পোস্টার তৈরি করেছিলেন যে সকলে বুঝতেই পারেননি যে বিয়েটা সত্যিই হচ্ছে কিনা। কারণ প্রায়ই তাঁর বিয়ে নিয়ে হয়ে থাকে শিরোনাম আর তারপর জানা যায় ক্লাইম্যাক্স। কয়েক মাস আগেও আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের মিথ্যে খবর প্রচার করে মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন তিনি।
তবে এবার তিনি যা করেছেন, তা সব থেকে সেরা। বিয়ের দু’মাসের মধ্যেই নিজের প্রেগন্যান্ট ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তা দেখে সবাই ভেবেই বসেছিল নেহা বোধহয় বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল। পরে জানা যায় এটিও মিথ্যে ছিল। তাও আবার নতুন মিউজিক ভিডিও লঞ্চ করার পোস্টার বানানোর জন্যই এমন ছবি তোলা হয়েছে বলে জানা যায়।
নতুন গানের অ্যালবামটির নাম ‘খেয়াল রকখা কর’। এই গানের মুক্তি নিয়ে এর আগে চর্চা হয়েছে প্রচুর। অবশ্য নেহা-রোহন যে সস্তার পাবলিসিটি পাওয়ার জন্যই এমন করছে এই সমালোচনাও কম হয়নি । তবে সম্প্রতি নেহুপ্রীতের ‘খেয়াল রকখা কর’ দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। গানটি আসলে দু’জনের জীবনের জার্নি নিয়ে। গানটিতে দেখানো হয়েছে স্কুলের প্রেম। তারপর প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করা। জীবনের সবচেয়ে সুখের সেই মুহূর্ত, জানতে পারলেন দুই থেকে তিন হতে চলেছে তাঁরা। কিন্তু সে সময়ই চরম দুর্ঘটনা । রাস্তার ধারে আইসক্রিম কিনতে গিয়ে গাড়ি চাপা পড়েন রোহন। অন্তঃসত্ত্বা নেহা তখন একা। এরপর দেখানো হয় বৃদ্ধ বয়সে ছেলেকে একাই বড় করে তুলেছেন মা। ছেলে হুবহু তাঁর বাবার মতো। বাকি জীবনটা ছেলের সঙ্গে কেটে যায় মায়ের। এই হল গল্প।
তবে এই ভিডিও পোস্টের সঙ্গেই এবার আরও একটি মিষ্টি ভিডিও শেয়ার করে সকলের মন জিতলেন নেহা। একটি দোলনায় শুয়ে আছেন নেহা ও রোহন। গান গাইছেন নেহা, ‘তু আপনা খেয়াল রখকা কর।” এই ভিডিওটিও নতুন অ্যালবামের। একটু বয়স্ক সাজার চেষ্টা করেছেন নেহা। কিন্তু তাঁকে একেবারেই বয়স্ক লাগেনি। মায়ের মতো আদর করছেন রোহনকে। খুবই মিষ্টি ভিডিও। যা ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল। একটি হোটেলের লনে এই শ্যুট হয়েছে। এটি একটি প্রোমোশনাল ভিডিও বলে জানা গিয়েছে।