হানিমুন থেকে ফিরেই স্বামী রোহনের সঙ্গে অন্তরঙ্গ নাচলেন নেহা কক্কর, তুমুল ভাইরাল ভিডিও
বলিউড জগতের একজন জনপ্রিয় গায়িকা হলেন নেহা কক্কর। গত ২৪ অক্টোবর ৮ বছরের ছোট গায়ক রোহণপ্রীত সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই জনপ্রিয় গায়িকা। তাঁদের বিয়ের ছবি থেকে শুরু করে এমনকি ভিডিও সবই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ১৯৮৮ সালে ৬ জুন উত্তরাখণ্ড জন্মগ্রহন করেন এই বলিউড গায়িকা। টেলিভিশনের রিয়েলিটি শো তে অংশগ্রহণের মাধ্যমেই তাঁর গানের জগতে পদার্পণ হয়।
আর বিয়ের পরই মধুচন্দ্রিমার জন্য দুবাইতে যে পাঁচতাঁরা হোটেলে তাঁরা ছিলেন সেখান থেকে নেহা কক্কর ও রোহণপ্রীতের হানিমুনের সব ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর তা রীতিমতো ভাইরালও হয়েছিল।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নেহা “তেরি জবানি মেরি জবানি” গানে রীতিমতো এক্সপ্রেশন দিয়ে নাচছে। সঙ্গে রোহন তাঁকে সঙ্গ দিয়েছে নাচে। নেহার পরনে রয়েছে একটি জিন্স ও কালো রঙের টপ ও রোহনের পরনে রয়েছে একটি জিন্স ও হলুদ রঙের চেকশার্ট। বর-বউ যে চুটিয়ে তাঁদের বিবাহিত জীবন উপভোগ করছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি রোহন ও নেহার এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।