×
EntertainmentVideoViral Video

‘কোনোদিন তোমার মতো গাইতে পারবো না’, খুদে মানির গান শুনে হাউমাউ করে কেঁদে ভাসালেন নেহা কক্কর, দেখুন ভিডিও

কান্না ভেজা গলায় নেহা কক্কর মানির প্রশংসা করেছেন। আর বলছেন যে, ‛আমি এই গানটা আজ অবধি হাজরের বেশি কনসার্টে গেয়েছি। তবে আমি কোনওদিনও তোমার মতো গাইতে পারবো না’।

তোমার মতো কোনোদিনও গাইতে পারবো না। সুপার সিঙ্গার ২(Super Singer 2) এর মঞ্চে মানির গান শুনে এমনই মত গায়িকা নেহা কক্করের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। ‛সুপার সিঙ্গার ২’ র অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছেন নেহা কক্কর। আর প্রথমদিনই তার কান্না দেখে অবাক হয়েছেন সকলেই। আর কান্নার একমাত্র কারন হল প্রতিযোগীর গান। ‛মাহি বে’ গান গেয়ে মানি মনজয় করে নিয়েছেন সকলের।

এদিন গোলাপি রঙের পোশাকে ধরা দিয়েছিলেন নেহা (Neha Kakkar)। কান্না ভেজা গলায় নেহা মানির প্রশংসা করেছেন। আর বলছেন যে, ‛আমি এই গানটা আজ অবধি হাজরের বেশি কনসার্টে গেয়েছি। তবে আমি কোনওদিনও তোমার মতো গাইতে পারবো না’। আর তারপরই মানিকে জড়িয়ে প্রানভরে আশীর্বাদ করেন। এপ্রিল মাস থেকে সোনি টিভির পর্দায় শুরু হয়েছে ‛সুপার সিঙ্গার ২’। এই শোতে বিচারকের আসনে রয়েছে হিমেশ রেশমিয়া, জাভেদ আলি এবং অলকা ইয়াগনিক।

২০০৫ সালে সোনি টিভির ‛ইন্ডিয়ান আইডল’ দিয়েই নেহার পথচলা শুরু হয়েছিল। কিন্তু তখন মাঝপথেই গানের মঞ্চ ছেড়ে চলে যেতে হয়েছিল তাকে। বেশিদূর এগোতে পারেননি। তবে তারপরে মোটেই হাল ছাড়েননি। অবশেষে জীবনের বাজি তিনিই জিতে গিয়েছেন। এখন তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বলিউডে নিজেকে সফল প্লে ব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।