×
EntertainmentTrending

বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিন, রোহনের সাথে অন্তরঙ্গ ছবি দিলেন নেহা কক্কর

বলিউডের একজন জনপ্রিয় গায়িকা হলেন নেহা কক্কর। তিনি বলিউডের একজন শ্রেষ্ঠ গায়িকা। ইন্ডাস্ট্রিতে নাম হয়ে যাওয়ার পর নেহা কে বেশ কিছু প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকতে দেখা যায়। “য়ারিয়ান” বইয়ের নায়ক হিমাংশু কোহলির সঙ্গে নেহার বেশ কিছুদিনের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কের কথা তারা নিজেরাই সবার সামনে আনেন। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কে ভাঙ্গন দেখা দিলে তাদের ব্রেকআপ হয়ে যায়। এই ব্রেকআপের পর নেহা অত্যন্ত ভেঙে পড়েছিলেন।

এর কিছুদিন পরেই নেহা আদিত্য নারায়ান এর সঙ্গে রিলেশনশিপে আছেন তা জানা যায়। অনেকে একথাও বলছিলেন যে নেহা আদিত্যকে টেলিভিশন প্লাটফর্মে সবার সামনে গলায় মালা পড়াবেন। সবশেষে জানা যায় যে এই খবরগুলি একটিও সত্য নয়। শুধুমাত্র রিয়্যালিটি শো-এর টিআরপি বাড়ানোর জন্য এই গুজব গুলি ছড়ানো হয়েছিল। এই খবরের বেশ কিছু ফ্যান নেহার উপর প্রচন্ড রেগে যায়।

অক্টোবরে শুরু থেকে এ কথা শোনা যায় যে নেহা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। অনেকেই এই কথাই বিশ্বাস করতে চাইনি বেশিরভাগ লোকেরা বলছিলেন এটা আবার আগের মত কোন রিয়ালিটি শো বা তার নতুন গানের প্রচারের জন্য। কিন্তু অক্টোবরের 28 তারিখে নেহা তার প্রেমিক রোহান এর সঙ্গে সকল পরিবারের সামনে বিবাহ সম্পন্ন করেন। তাদের রিসেপশন, হলুদ, মেহেন্দি, সাত পাকে বাঁধার ফটো ও ভিডিও খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। জানা গেছে যে আদিত্য নারায়ন ও তার প্রেমিকার সঙ্গে ডিসেম্বরের মধ্যেই তার বিবাহটি সারছেন।

এরপর নেহাকে শ্বশুরবাড়িতে স্বামীর মঙ্গল কামনার জন্য শাশুড়ির হাত ধরে করওয়া চৌথ ব্রত করতে দেখা যায়। এই নতুন জীবনের শুরু নিয়ে বেশ উচ্ছ্বসিত নেহা ও রোহান । বিয়ের পর তাদের নিত্য নতুন ছবি এবং ভিডিও গুলো খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিয়ের এক মাস পূরণের জন্য অত্যন্ত খুশি নেহা-রোহান। এই লাভ বার্ডস দেরকে জনপ্রিয় টেলিভিশন শো “কপিল শর্মা” -তে দেখতে পাওয়া যাবে।

1 ডিসেম্বর নেহা একটি ফটো পোস্ট করেন যেটি খুব শীঘ্রই ভাইরাল হতে শুরু হয়। আসলে 1 ডিসেম্বর ছিল নেহার স্বামী রোহনের জন্মদিন। আর সেই উপলক্ষে নেহা তার স্বামী রোহণের সঙ্গে একটি ফটো পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন,”তোমার থেকে শুরু আর তোমার থেকে শেষ…… জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা যার কারণে আমি জীবনকে মূল্যবান বলে মনে করি। সর্বাধিক যত্নশীল প্রেমী স্বামী রোহানপ্রেসিংসিংহ, তুমি বিশ্বের প্রতিটি সুখের থেকে মূল্যবান! প্রতিটা সুখ! আমি তোমাকে আমার জীবনের অংশীদার, আমার পতিপরমেশ্বরকে ভালবাসি” এর উত্তরে রোহান লেখেন,”আমি আমার সবচেয়ে সুন্দর অর্ধঙ্গিনীজিকে ভালবাসি! সমস্ত সুখের জন্য তোমাকে অনেক ধন্যবাদ…..সম্ভবত সবচেয়ে যত্নশীল এবং প্রেমময় স্ত্রী তুমি। তোমার সাথে জীবন সুন্দর ” এই পোস্টে নেহা এবং রোহান এর অনুগামীরা তাদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন।