×
EntertainmentVideoViral Video

প্রকাশ্য মঞ্চে পর্ণাকে জড়িয়ে ধরল সৃজন, ‘শাশুড়ি না সতীন’, পর্ণাকে কৃষ্ণা হিংসে করায় মন্তব্য নেটিজেনের

‛ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে কাছাকাছি এল পর্ণা-সৃজন। যদিও তার মাঝেই পাওয়া গেল বিপদের আভাস। বর্তমানে জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। গত বছরের ১৪ নভেম্বর থেকে রাত ৮ টার স্লটে দেখানো হচ্ছে এই ধারাবাহিক। অল্প সময়ের মধ্যেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে ধারাবাহিক।

প্রকাশ্য মঞ্চে পর্ণাকে জড়িয়ে ধরল সৃজন, ‘শাশুড়ি না সতীন', পর্ণাকে কৃষ্ণা হিংসে করায় মন্তব্য নেটিজেনের -

মুখ্য দুই চরিত্রে রয়েছেন ‛কে আপন কে পর’ খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। আর অন্যদিকে রয়েছেন ‛যমুনা ঢাকি’ খ্যাত অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এই ধারাবাহিকের হাত ধরে নতুন এক জুটিকে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন দর্শকেরা। আর এই সিরিয়ালে মাঝে মধ্যেই উঠে আসে বাস্তবিক চিত্র। কখনও আবার কিছু ক্লিপের কারণে ট্রোলও হতে হয় ধারাবাহিককে।

প্রকাশ্য মঞ্চে পর্ণাকে জড়িয়ে ধরল সৃজন, ‘শাশুড়ি না সতীন', পর্ণাকে কৃষ্ণা হিংসে করায় মন্তব্য নেটিজেনের -

তবে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আবার মনে করেন যে, আমাদের সমাজের নগ্ন চিত্রটাই উঠে আসছে এই সিরিয়ালের হাত ধরে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, পর্ণা হল দক্ষিণ কলকাতার ছোট পরিবারে বড় হওয়া একটি মেয়ে। যার স্বপ্ন ছিল যৌথ পরিবারে বউ হয়ে যাওয়া। কেননা সেখানে আনন্দ-মজার কোনো অভাব হয়না বলেই তার ধারণা। কিন্তু বিয়ের পর সে বুঝতে পারে যে সবসময় তেমনটা হয়না।

প্রকাশ্য মঞ্চে পর্ণাকে জড়িয়ে ধরল সৃজন, ‘শাশুড়ি না সতীন', পর্ণাকে কৃষ্ণা হিংসে করায় মন্তব্য নেটিজেনের -

এই পরিবারে বউ হয়ে আসার পর থেকে নানান ঝড়-ঝাপটা যায় তার উপর দিয়ে। এমনকি পরিবারকে সাহায্য করতেই তার চাকরি করাও প্রথমদিকে মেনে নিতে পারেনি দত্ত পরিবার। তবে, সব বাঁধা বিপত্তি পেরিয়ে অবশেষে চাকরি করার পথে এগিয়েছে পর্ণা। এখন সে একজন সাংবাদিক। আর এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে দত্ত বাড়িতে ভালোবাসার দিন উদযাপন করা হচ্ছে। আর সেখানেই সেরা জুটি হয়েছে পর্ণা ও সৃজন।

আর তারপরই তাদেরকে হাগ করতে বলা হয়। সকলের সামনে অপ্রস্তুত হয়েও তারা একে অপরকে হাগ করে। আর তখন বাড়ির লোকজন লজ্জায় চোখ ঢাকে। আর তারই মাঝে পর্ণার শাশুড়িকে বলতে শোনা যায় যে, ‛হেসে নাও পর্ণা হেসে নাও এই তোমার প্রথম আর শেষ হাগ’। আর এই থেকে অনুমান করা যায় যে, আগামী দিনে কোনো বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে পর্ণা। সৃজনের মায়ের এই রুপ দেখে বিরক্ত প্রকাশ করে অনেক নেটিজেন বলেছেন, ‘এ শাশুড়ি নাকি সতীন’!