পর্ণার কোমরে সৃজনের মালিশ করা দেখে মন খারাপ কৃষ্ণার, ‘এ শাশুড়ি না সতীন’, মন্তব্য নেটিজেনদের

‛এই মহিলা প্রাইভেসির মা-মাসি এক করে দেয়’। সৃজন-পর্ণার ঘরে সৃজনের মায়ের আড়িপাতা দেখে এমনই মন্তব্য নেটিজেনদের। বর্তমানে জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। গত বছরের ১৪ নভেম্বর থেকে রাত ৮ টার স্লটে দেখানো হচ্ছে এই ধারাবাহিক। অল্প সময়ের মধ্যেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে ধারাবাহিক।
মুখ্য দুই চরিত্রে রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) ও অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এই ধারাবাহিকের হাত ধরে নতুন এক জুটিকে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন দর্শকেরা। আর এই সিরিয়ালে মাঝে মধ্যেই উঠে আসে বাস্তবিক চিত্র। কখনও আবার কিছু ক্লিপের কারণে ট্রোলও হতে হয় ধারাবাহিককে। আবার কখনও প্রশংসাও পায় বৈকি। কিন্তু ধারাবাহিকে সৃজনের মায়ের চরিত্র নিয়ে একপ্রকার ক্ষিপ্ত দর্শকেরা।
একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, পর্ণা কোমরে চোট পাওয়ায় সৃজন তার কোমরে মালিশ করে দিচ্ছে। আর সেটাই দরজার আড়াল থেকে দেখছে সৃজনের মা ও বৌদি। আর তাই দেখেই ক্ষিপ্ত নেটিজেনরা। সকলেরই বক্তব্য ‛এতটাই যদি বাবু বাবু করে তাহলে কেন বিয়ে দিয়েছে’। ‛এই মহিলা প্রাইভেসি বোঝে না’। আবার কেউ বলছে, ‘এ শাশুড়ি না সতীন বুঝতে পারছি না’। এমনই একেরপর এক কমেন্টে ভরে গিয়েছে কমেন্টবক্স।
শুধু তাই নয় ওই ভিডিওতেই দেখা যাচ্ছে যে, সৃজনের মা ভয়ে জড়োসড়ো পর্ণা তার ছেলেকে হাতিয়ে নিচ্ছে। আর সেই ভয়ে সে জেগে অবস্থায় স্বপ্নও দেখে ফেলেছে যে সৃজন ও পর্ণা মিলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ওদিকে শিবরাত্রিরের দিন যাত্রার দল না আসায় পর্ণা ও সৃজন মিলে শিব-পার্বতী সেজে পাড়ার সম্মান বাঁচায়। আগামী দিনে দেখার পালা সৃজনের মায়ের ষড়যন্ত্র কিভাবে প্রভাব ফেলে পর্ণা-সৃজনের জীবনে।