পর্না আর বর্ষাকে অপমান করায় সৃজনের মাকে বাপের বাড়ি চলে যেতে বললো ঠাম্মি! জমে উঠেছে ‘নিম ফুলের মধু’

অবশেষে ননদ বর্ষাকে জীবনের পথে ফেরালো পর্ণা (Parna)! আর সেই নিয়েই এবার হুলুস্থুলু কান্ড দত্ত পরিবারে। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। পর্ণা-সৃজনের (Parna-Srijan) কেমিস্ট্রি ইতিমধ্যেই মনজয় করেছে নেটিজেনদের। ধারাবাহিকে পর্ণার চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। সৃজনের চরিত্রে রয়েছেন রুবেল দাস (Rubel Das)।
প্রথম দিন থেকেই সমাজের একটি দিক উঠে আসছে এই ধারাবাহিকে। যেখানে শাশুড়ি তার ছেলেকে নিজের দখলে রাখার চেষ্টা করে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বিয়ে করে শশুর বাড়িতে আসার পর থেকেই শশুর বাড়ির কিছু সদস্য তার পায়ে শিকল পড়ানোর চেষ্টা করছে। যদিও পর্ণা (Parna) হাল ছাড়ার পাত্রী নয়। সেও পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরোনো ধ্যান ধারণা ভাঙার।
নিজের সম্মান বাঁচাতে একটা সময় সে মনে করে রোজগার করতেই হবে। আর সেই মতোন চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরিও পায়। বর্তমানে সে একজন সাংবাদিক। সম্প্রতি আবারও একটি সমাজের দিকের কথা উঠে এসেছে ধারাবাহিকে। সিরিয়ালের (Serial) নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই যে বর্ষার বিয়ে একটি বাজে লোকের সঙ্গে ঠিক করা হয়েছিল। আর সেখান থেকে তাকে বাঁচিয়েছে পর্ণা (Parna)। এরপর তাকে নিয়ে হাজির হয় গানের অনুষ্ঠানে।
অবশেষে সেসব ভালোয় ভালোয় মেটে। কিন্তু বর্ষা (Barsha) বাড়ি ফিরতেই সৃজনের মা বলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আর এসব কিছুর জন্য দায়ী করে পর্নাকে। তবে, ঠাম্মির নির্দেশে অবশেষে দত্ত বাড়িতেই ঠাঁই হয় বর্ষার। কিন্তু সৃজনের মা বাড়ি থেকে চলে যাবে বলে জানায়। আর সেই আগুনে ঘি দেয় মৌমিতা (Moumita)। ওদিকে পর্ণাও (Parna) প্ল্যান করে শাশুড়িকে আটকানোর। আর সৃজনকে বলে তার তালে তাল মেলাতে। এবার দেখার পালা আগামী দিনে কি হয় ধারাবাহিকে।