Pallavi Sharma: খোলামেলা পোশাকে উন্মুক্ত নাভি, ‘নিম ফুলের মধু’র পর্নার মডার্ন লুক দেখে হাঁ নেটিজেনরা

‛চোখের ভাষা বুঝতে হলে,চোখের মত চোখ থাকা চাই’! সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করে এমনটাই ক্যাপশন দিলেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। বাংলা টেলিভিশন (Television) জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি। একটাসময় স্টার জলসার পর্দায় (Star Jalsha) ‛কে আপন কে পর’ ধারাবাহিকে জবা নামের একটি চরিত্রে অভিনয় করে মনজয় করেছেন ভক্তদের।
View this post on Instagram
প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেছেন অভিনেত্রী। পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। এই ধারাবাহিকের পর পল্লবীকে আবার ‛মহাপিঠ তারাপীঠ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। বর্তমানে তাকে জি বাংলার পর্দায় ‛নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর সেখানেও পর্ণা নামের চরিত্রে তার অভিনয় অল্প কয়েকদিনের মধ্যে মনে ধরেছে সকলের।
View this post on Instagram
অভিনয়ের পাশাপশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ পল্লবী (Pallavi Sharma)। মাঝে মধ্যেই নিত্যনতুন ছবিতে নজর কাড়েন দর্শকদের। সম্প্রতি অভিনেত্রী নিজের ফেসবুক (Facebook) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে একেবারে হট লুকে দেখা যাচ্ছে। পরণে রয়েছে হালকা ক্রিম কালারের লেহেঙ্গা চোলি। খোলা চুল ও খোলা পেটে পল্লবীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
ছবি শেয়ার করে পল্লবী (Pallavi Sharma)
ক্যাপশনে লিখেছেন যে, ‛চোখের ভাষা বুঝতে হলে,চোখের মত চোখ থাকা চাই’। সঙ্গে একটি লাল রঙের হার্টের ইমোজিও দিয়েছেন। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বিউটিফুল’। আবার কেউ লিখেছেন ‛অপূর্ব’। কেউ আবার হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) পল্লবীর এই ছবি।