×
EntertainmentViral Video

শীঘ্রই সাতপাকে বাঁধা পড়বেন, বিয়ের আগেই নীলকে চুমুতে ভরিয়ে দিলেন তৃণা, ভাইরাল ভিডিও

কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীল এবং খড়কুটো সিরিয়ালের গুনগুন ওরফে তৃনা এদেরকে কেই না চেনে। তাঁরা একসঙ্গে অভিনয় না করলেও তাঁদের নিজের নিজের অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন সকলের মন।

দুজনে ভিন্ন ভিন্ন সিরিয়ালে ভিন্ন চরিত্রে অভিনয় করলেও তাঁরা যে একে অপরের পরিপুরক তা তাঁদের ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। কাজের ফাঁকে একে অপরের জন্য সমায় খুঁজে বের করেন তাঁরা। তা সে বাড়ির মধ্যেই হোক বা বাইরে।

ADVERTISEMENT

মাঝে মধ্যেই দুজনে একসঙ্গে গানের সঙ্গে তালে তাল মিলিয়ে ইন্সট্রাগ্রামে রিল ভিডিও বানান। তৃনা সাহা এবং নীল ভট্টাচার্য হলেন রিয়েল লাইফ জুটি। একাধিক জুটিদের মধ্যে তারা অন্যতম। অভিনয়ের পাশাপাশি তাঁরা তাঁদের লাভ লাইফ যে জমিয়ে উপভোগ করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তাও কারোর অজানা না।

সম্প্রতি তৃনা একটি ভিডিও তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর সেখানে নীল ও তৃনাকে একসঙ্গে দেখা যাচ্ছে। তৃনাকে দেখা যাচ্ছে নীলের গালে চুমু খেতে। আর সেটাই বারবার বুমেরাং হয়ে আসছে। ছবিটি পোস্ট করে তৃনা ক্যাপশনে লিখেছেন ” হ্যাপিএস্ট নিউ ইয়ার”। সম্প্রতি নীল তৃনার এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles