EntertainmentViral Video

‘ঠিক যেন লাভ স্টোরি’, তৃনাকে ছেড়ে অন্য অভিনেত্রীর সাথে প্রেম করছে নীল! ভাইরাল ভিডিও

টলিউড একের পর এক বিয়ের ফুল ফুটছে। শুরু হয়েছে, ডিসেম্বর মাস থেকে অভিনেতা গৌরব ও দেবলীনার শুভপরিণয় থেকে শুরু হয়েছে, এরপর বিয়ের পিঁড়িতে বসেছে সৌরভ-ত্বরিতা। এরপর যার নাম উঠে আসছে তাদেরকে টলিপাড়ায় সবাই সেরা জুটি বলে, সকলের হার্টথ্রব নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দুজনের বিয়ের কথা প্রকাশ্যে আসার পরই দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছে তাদের শুভ পরিনয়ের ছবি দেখার জন্য।

সম্প্রতি নীলের ফ্যানপেজ থেকে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিও পোস্টের পরে মূহুর্তে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে নীলকে দেখা গিয়েছে অন্য এক অভিনেত্রীর সঙ্গে। দুজনেই মন খুলে ছন্দ মিলিয়ে ভিডিও করেছেন গানের ট্র্যাকের সঙ্গে, সে নায়িকা কে জানেন, নীলের প্রথম ধারাবাহিক ‘ঠিক যেনো লাভ স্টোরি’ র নায়িকা সৈরতি ব্যানার্জী। এই ধারাবাহিকের টাইটেলের সঙ্গেই রোমান্সের মুহুর্ত কাটাচ্ছেন নীল। কিন্তু হঠাৎ তৃনা বাদে নীলের পাশে অন্য হিরোইন কেন? এই নিয়ে সন্দেহ ডানা মেলছে তাহলে কি বিয়ের আগেই ভাঙন নীল-তৃণার সম্পর্ক? না মোটেই নয় এটা নিছকই এটি একটি ভিডিও, অভিনেত্রী সৈরতি ব্যানার্জী নীল-তৃণার খুব কাছের বন্ধু। দর্শকরাও তা বুঝেছে, কারণ নীল ও তৃণা দুজনের সঙ্গে সৈরতিকে অনেক পার্টিতেও দেখা গিয়েছিল।

নীল-তৃণা দুজনেই অভিনয়ের জগতে এখন সবার প্রিয় মুখ। একজন স্টার জলসা খ্যাত ‘খড়কুটো’ ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্রে, আর একজন জী বাংলা খ্যাত ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নায়কের চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায়ও এই জুটির জুড়ি মেলা ভার, প্রতিনিয়ত নিজেদের ছবি, রিল ভিডিও তে ভরিয়ে দিয়েছেন নিজেদের ইনস্টাগ্রাম দেওয়াল। প্রচুর ফলোয়ারসের সংখ্যা তাঁদের।

রীতিমতো টলিউডের জনপ্রিয় জুটি তাঁরা। আগামী ৪ ফেব্রুয়ারি তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ইতিমধ্যেই তাদের আংটি পরা শেরিমনি পালন করেছেন ধুমধাম করে। তাদের অনুষ্ঠানে রীতিমত টলিউডের অনেক অভিনেতারাই ছিলেন। আকাশ পথে ড্রোনের সাহায্যে উড়িয়ে আনা আংটি দিয়ে তৃনাকে প্রপোজ করেছে নীল। সেই ছবিও নানা সমাজ মাধ্যমে দেখা গিয়েছিল। এমনকি সম্প্রতি টলিউডের আরেক জনপ্রিয় জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা নীল-তৃণাকে আইবুড়ো ভাত খাইয়েছেন সেই ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এরকমই অনেক ছবিই তাঁরা প্রতিনিয়ত ইনস্টাগ্রামে দিয়ে চলেছেন।