দীর্ঘ ১০ বছর প্রেমের পর বিয়ে করতে চলেছেন নীল-তৃনা! শুভেচ্ছাবার্তা নেটিজেনদের
টলি জগতের এক বিখ্যাত জুটি হলো তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের জুটি। সকলেই তাদের জুটিকে খুব পছন্দ করে। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ তারা। তাদের ছোটখাটো মুহূর্তের ছবি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। বলতে গেলে তারা লুকিয়ে চুরিয়ে প্রেম করে না। অনেকটা খোলামেলাভাবেই তাদের সম্পর্ককে সকলের সামনে তুলে ধরে।
সম্প্রতি তৃণা সাহা তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি হলো ক্যালকাটা টাইমস এর একটি পোস্ট। ক্যালকাটা টাইমস তাদের পেজে তৃণা এবং নীলের একটি ছবি পোস্ট করে তাদের কাহিনী সম্পর্কে লিখেছে। ছবিটিতে তৃণার পরনে রয়েছে নীল রঙের একটি শাড়ি আর নীল পড়ে রয়েছে লাল রংয়ের প্রিন্টেড একটি কুর্তা। ছবিটিতে তাদেরকে একটি রোমান্টিক পোজে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে তৃণা সাহা লিখেছেন যে ওয়েকিং আপ টু সাচ এন আর্টিকেল অলওয়েজ ব্রাইটেন ইওর ডে। এছাড়াও তিনি ক্যালকাটা টাইমস এবং রুমা গাঙ্গুলী কে ধন্যবাদ জানিয়েছেন তাদের কাহিনী তুলে ধরার জন্য।
ছবিটিতে আরেকটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে। সেখানে তাদের একটি কথোপকথন তুলে ধরা হয়েছে। তৃণা সাহা এবং নীলকে যখন তাদের প্রথম আলাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন নীল বলেন তাদের প্রথম আলাপ 2011 সালের ফ্রেন্ডশিপ ডে তে এবং তৃণা সাহা হাসতে হাসতে বলে যে সেই দিনই তাদের প্রথম চুম্বনের দিন ছিল। এছাড়াও তাদের জিজ্ঞাসা করা হয় যে তাদের প্রথম ঝগড়ার দিন তাদের মনে রয়েছে কিনা? উত্তরে তৃণা সাহা বলেন যে তাদের প্রায়ই ঝগড়া হয় তাই মনে রাখার মতো কিছুই নেই।
তিনি এটাও বলেন যে ঝগড়ার পর তিনিই প্রথম সরি বলেন। দীর্ঘ ১০ বছর প্রেম করার পর অবশেষে ২০২১ এর ৪ ই ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন নীল-তৃনা।