×
Entertainment

নয় বছর পর একফ্রেমে আদি-ঈশা, নীল-সৈরিতি জুটিকে একসঙ্গে দেখে আবেগে ভাসলেন অনুরাগীরা

৯ বছর পর ফের একই ফ্রেমে বন্দি আদি-ঈশা। একটা সময় ‛ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে টিনেজ দর্শকদের মনে ঝড় তুলেছিল আদি-ইশার প্রেম কাহিনী। আর এই ধারাবাহিকে আদির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। আর ঈশার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee)। তাঁদের জুটি ছিল সুপার ডুপার হিট।

নয় বছর পর একফ্রেমে আদি-ঈশা, নীল-সৈরিতি জুটিকে একসঙ্গে দেখে আবেগে ভাসলেন অনুরাগীরা -

তারপর দুজনেই অন্য অন্য ধারাবাহিকে কাজ করেছেন। কিন্তু একসঙ্গে আর তাদের পর্দায় দেখা যায়নি। অনুরাগীরা তাদের এই জুটিকে মিস করতেন বৈকি। তবে, এবার এক অনুষ্ঠানের মঞ্চে আবারও একসঙ্গে দেখা মিললো তাদের। সকলেই জানেন যে, সেলিব্রেটিরা কতটা ব্যস্ত থাকেন। দিন রাত শ্যুটিং করে তারা আপনাদের উপহার দেয় সুন্দর সুন্দর পর্ব। কিন্তু তারই মাঝে আবার অনুরাগীদের আমন্ত্রণে ছুটে আসেন স্টেজ শোয়ের মঞ্চে।

নয় বছর পর একফ্রেমে আদি-ঈশা, নীল-সৈরিতি জুটিকে একসঙ্গে দেখে আবেগে ভাসলেন অনুরাগীরা -

তেমনই পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের হয়ে নেতাজি গ্রামীন মেলা ও প্রদর্শনীর মঞ্চে হাজির হয়েছিলেন এই দুই তারকা। এদিন হলুদ রঙের পাঞ্জাবি সঙ্গে মেরুন রঙের প্যান্ট ও হাফ কোর্টে হাজির হয়েছিলেন নীল। আর সৈরিতির পরণে ছিল জিন্স ও হাইনেক টপ। নাচে-গানে তারা সেদিন জমিয়ে দিয়েছিল মঞ্চ। আর নীল সেই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেছেন।

ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন ‛তোমরা আবার ফিরে আসো’। আবার কেউ তাদের একসঙ্গে দেখে আবেগপ্রবনও হয়ে পড়েছেন। বর্তমানে নীলকে ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর ঈশাকে দেখা যাচ্ছে ‛টুম্পা অটোওয়ালী’ নামে একটি ধারাবাহিকে।